promotional_ad

হুমকির নাম কোলপাক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোলপাক এবং টি-টুয়েন্টি ফ্র্যাঞ্জাইজি দলে পাড়ি জমানো রোধ করতে ক্রিকেট বিশ্বের দুই বড় সংস্থাকে এগিয়ে আসার জন্য জোর তাগিদ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আন্তর্জাতিক সকল ক্রিকেটারদের জন্য একটি ন্যূনতম বেতনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্সের (এফআইসিএ) কাছে জোরাল আবেদন করেছেন হোল্ডার।


বাড়তি পারিশ্রমিকের আশায় স্বদেশ ছেড়ে কোলপাক এবং বিভিন্ন টি-টুয়েন্টি ফ্র্যাঞ্জাইজি দলে যোগ দিচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটাররা। এতে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কোলপাকে যাওয়া ক্রিকেটারদের।



promotional_ad

তাই বিশ্ব ক্রিকেটের দুই কর্তা সংস্থাকে ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি বেতন স্কেলের ব্যবস্থা করার উপদেশ দিয়েছেন হোল্ডার। যার ফলে ক্রিকেটারদের জাতীয় দলে ধরে রাখা সম্ভব হবে এবং এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সমৃদ্ধ হবে বলে তাঁর বিশ্বাস।


'আমি চিন্তা করছি, স্বদেশের জন্য খেলতে ক্রিকেটারদের ধরে রাখার জন্য আমাদের একটি উপায় বের করতে হবে, যেটা ভালো কাজ করবে। মনে হয় আইসিসি এবং এফআইসিএ একত্রিত হয়ে ক্রিকেটারদের জন্য ন্যূনতম বেতনের ব্যবস্থা করবে, যা ক্রিকেটারদের দেশের জন্য খেলতে আগ্রহী করবে,' বলেছেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।


২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়াইন ওলিভিয়ার সম্প্রতি কোলপাকে যোগ দিয়েছেন। সম্ভাবনাময় এই পেসার ইয়র্কশায়ারের হয়ে তিন বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।



তিনি একা নন মরনে মরকেল, রাইলি রুশো, কাইল অ্যাবোট ও ওয়েন পার্নেলের মতো ক্রিকেটাররাও যোগ দিয়েছেন কোলপাকে। ওলিভিয়ারের কোলপাকে যোগ দেয়ায় মনঃক্ষুণ্ণ হয়ে হোল্ডার বলেন,


'কোলপাকে আরেকজন প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাওয়া সত্যিই বেদনাদায়ক। যতক্ষণ না পর্যন্ত ক্রিকেটারদের ধরে রাখতে উপযুক্ত আর্থিকব্যবস্থা না করা হবে, আমি জানি না আরও কতদিন এটা চলতে থাকবে। মানুষ দেখতে চায় আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball