promotional_ad

দুইশ ছাড়িয়েছে নিউজিল্যান্ডের লিড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ডঃ ৪৩৮/৩ (১১২ ওভার) (প্রথম ইনিংস)


(উইলিয়ামসন ৮৯*; নিকোলস ৪৫*; মাহমুদুল্লাহ- ১/৩, সৌম্য-২/৩১)


বাংলাদেশঃ ২৩৪/১০ (৫৯.২ ওভার) (প্রথম ইনিংস)


(তামিম- ১২৬; ওয়েগনার ৫/৪৭, সাউদি- ৩/৭৬)


বড় লিডের পথে কিউইরাঃ


বাংলাদেশের বিপক্ষে হেমিল্টন টেস্টে বিশাল সংগ্রহের পথে নিউজিল্যান্ড। নিকোলস এবং উইলিয়ামসনের ব্যাটে ভর করে ইতিমধ্যে দুইশ ছাড়িয়েছে তাদের লিড। বর্তমানে নিউজিল্যান্ডের লিড ২০৪ রানের।


প্রথম ইনিংসের ১১২ ওভার ব্যাটিং করে ৪৩৮ রান সংগ্রহ করেছে তারা, তিন উইকেটের বিনিময়ে। আশির ঘরে ব্যাটিং করছেন উইলিয়ামসন (৮৯) এবং অর্ধশতকের সামনে আছেন বাঁহাতি ব্যাটসম্যান নিকোলস। তাঁর রান সংখ্যা ৪৫। 


দলীয় চারশতে নিউজিল্যান্ডঃ


হেনরি নিকোলস এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে দলীয় ৪০০ রানে পৌঁছেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংসের ১০০তম ওভারে স্পিনার মিরাজকে চার মেরে চারশ'র ঘরে ঢুকে দলটি।


১০০ ওভার শেষে নিউজিল্যান্ডের লিড ১৬৬। দেখেশুনে ব্যাটিং করে ৬৫ রান নিয়ে উইকেটে আছেন উইলিয়ামসন। ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন লিকোলস। ৩০ বলে ৩২ রান নিয়ে উইকেটে আছেন তিনি।


উইলিয়ামসনের ফিফটিঃ 



promotional_ad

লাথাম এবং টেইলরের উইকেট দুটি দ্রুত হারানোর পর নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইতিমধ্যে বেশ ভালোভাবে উইকেটে থিতু হয়েছেন কিউই দলপতি। বর্তমানে ক্রিজে ৫১ রানে অপরাজিত আছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৬২ রান। বর্তমানে স্বাগতিকদের লিডের পরিমাণ ১২৮ রান। 


লাথামের পর সাজঘরে টেইলরঃ 


লাথাম আউট হওয়ার মাত্র ১৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরতে হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকেও। লাথামের মতো তাঁকেও ফিরিয়েছেন সৌম্য। ৯১ তম ওভারের শেষ বলটিতে টেইলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন টাইগারদের এই পার্ট টাইম বোলার। মাত্র ৪ রান করতে সক্ষম হয়েছেন টেইলর। 


ভয়ঙ্কর লাথামকে ফেরালেন সৌম্যঃ


৮৫তম ওভারে বোলিংয়ে এসে অবশেষে ক্রমান্বয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা টম লাথামকে ফেরাতে সক্ষম হয়েছেন বাংলাদেশ দলের পার্ট টাইম বোলার সৌম্য সরকার। সৌম্যর করা ওভারের তৃতীয় বলটি কিউই ওপেনারের ব্যাটের কানায় লেগে ধরা পড়ে স্লিপে ফিল্ডিংরত মোহাম্মদ মিঠুনের হাতে। ফলে ১৬১ রানে সাজঘরে ফিরতে হয় লাথামকে। 


কিউইদের তিনশঃ


রাভাল আউট হলেও টম লাথাম এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। এরই মধ্যে তিনশ রানের কোটা পার করেছে তারা। 


মাহমুদুল্লাহর ব্রেক থ্রুঃ


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের ৭০ তম ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের হাতের ক্যাচ দিয়ে ফিরেছেন অভিষেক সেঞ্চুরি হাঁকানো ওপেনার জিত রাভাল। এরই সাথে পরিসমাপ্তি ঘটে তাঁর ১৩২ রানের দারুণ ইনিংসটির। 


রিয়াদের করা বলটি স্লগ সুইপ করতে গিয়েছিলেন কিউই এই ব্যাটসম্যান। কিন্তু টাইমিংয়ের গড়বরে শেষ পর্যন্ত মিডউইকেটে খালেদের তালুবন্দি হতে হয় তাঁকে। এর ফলে টম লাথামের সাথে রাভালের ২৫৪ রানের উদ্বোধনী জুটিটি ভাঙ্গে।    


লিডের দেখা পেল নিউজিল্যান্ডঃ 


জিত রাভাল এবং টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বিশাল পুঁজির দিকে এগিয়ে যাচ্ছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। এই দুই ওপেনারের ব্যাটে ১০ রানের লিড পায় তারা।  


বিরতির পর লাথামের সেঞ্চুরিঃ 



৮৩ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নেমে নিজের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ২৬ বছর বয়সী কিউই ওপেনার টম লাথাম। আবু জায়েদ রাহির করা ৬১তম ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি হাঁকান তিনি।    


বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে নিউজিল্যান্ডঃ 


বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে গিয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। বিরতির আগে ১০৯ রান নিয়ে অপরাজিত ছিলেন ওপেনার জিত রাভাল। অপরদিকে তাঁর সঙ্গী টম লাথামের সংগ্রহ ছিলো ৮৩ রান।  


রাভালের অভিষেক সেঞ্চুরিঃ


বাংলাদেশের বিপক্ষে লাঞ্চ বিরতির আগে নিজের টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নেন কিউই ওপেনার জিত রাভাল। ৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান গতকাল অপরাজিত ছিলেন ৫১ রান নিয়ে। আজ টেস্টের দ্বিতীয় দিন খেলতে নেমে এই রানকে সেঞ্চুরিতে রপান্তর করলেন তিনি। একই সাথে টেস্ট ক্যারিয়ারের হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন রাভাল। 


লাথামের হাফসেঞ্চুরি


৩৫ রান নিয়ে আজ খেলতে নামা কিউই ওপেনার টম লাথাম টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। 


কিউইদের দলীয় ১০০ঃ


বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন আজ খেলতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই কিউই ওপেনার জিত রাভাল এবং টম লাথাম। বাংলাদেশি বোলারদের কোনও সুযোগ না দিয়ে দলকে ১০০ রান পার করান তারা। 


উল্লেখ্য সেডন পার্কে অনুষ্ঠিত টেস্টটির প্রথম দিন বাংলাদেশের ২৩৪ রানের জবাবে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শেষ করেছিলো স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন ৩০ বছর বয়সী রাভাল। আর তাঁর সঙ্গী লাথামের সংগ্রহ ছিলো ৩৫ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball