promotional_ad

দুই ফরহাদের ব্যাটিং নৈপুণ্যে সেমিতে দোলেশ্বর

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির সেমিফাইনালে উঠার লড়াইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ী হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে রিজার্ভ ডে'তে গড়ানো ম্যাচটি ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ে দুই ওভার এবং তিন উইকেট হাতে রেখে জিতেছে দোলেশ্বর।


সেমিফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দোলেশ্বরকে জিততে হত ১৮.১ ওভারে। গাজী গ্রুপের দেয়া ১৪৬ রানের লক্ষ্য ফরহাদ হোসাইন এবং ফরহাদ রেজার ব্যাটিং নৈপুণ্যে ১৮ ওভারেই তাড়া করে ফেলে দোলেশ্বর। শুরুর দিকে তিনে নামা ব্যাটসম্যান ফরহাদ হোসাইন ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন। শেষের দিকে এসে অধিনায়ক ফরহাদ রেজা প্রতিপক্ষের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।


তবে ইনিংসের শুরুতে চাপে ছিল দোলেশ্বর। দ্বিতীয় বলেই ওপেনার মোহাম্মদ আরাফাতের উইকেট হারায় তারা। এরপর সাইফ হাসান ফরহাদের সাথে ছোট জুটি গড়েন। ১৭ রান করে ফেরেন সাইফও। চার এবং পাঁচে নামা ব্যাটসম্যান মার্শাল আইয়ুব এবং মাহমুদুল হাসানও ফিরে যান যথাক্রমে ৮ এবং ৭ রান করে। সৈকত আলির সাথে জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ হন ফরহাদ হোসাইন। রায়হানুদ্দিনের বলে আউট হয়ে ফেরেন তিনি।


এরপর অধিনায়ক ফরহাদ রেজা রেজা নেমে ঝড় তুলে জয়ের কিনারে নিয়ে যান দলকে। ৩৬ রানে তিনি আউট হলেও সৈকত আলী ২৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। গাজী গ্রুপের আবু হায়দার রনি এবং রায়হানুদ্দিন দুটি করে উইকেট নেন।


সেমিফাইনালে উঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ গাজী গ্রুপকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাটিং করে দোলেশ্বরের বিপক্ষে ১৪৫ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ।



promotional_ad

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মেহেদি হাসান এবং ওয়ালিউল করিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল গাজী। ৫১ রানের জুটি গড়েছিলেন এই দুইজন। যেখানে সিংহভাহ রান ছিল মেহেদির। দোলেশ্বরের বোলার মোহাম্মদ আরাফাত মেহেদি এবং ওয়ালিউলের অর্ধশতক ছাড়ানো জুটিটি ভাঙ্গেন। দারুণ খেলতে থাকা মেহেদি হাসানকে ৩৯ রানে থামিয়ে দেন তিনি। মেহেদির বিদায়ের পরের ওভারেই আরাফাত সানির বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ওয়ালিউল করিম।


এরপর তিনে নামা ব্যাটসম্যান রনি তালুকদারও উইকেটে টিকতে পারেননি। চাপে পড়ে গাজী গ্রুপ, সেখান থেকে দলকে ভালো ভিত দেন অধিনায়ক শামসুর রহমান এবং তৌহিদ তারেক। ৫৬ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন এই দুইজন। 


শেষের দিকে এসে ১০ বলে ১৫ রানের ইনিংস খেলেন সাজ্জাদুল হক। ২০ ওভার ব্যাটিং শেষে ১৪৫ রান সংগ্রহ করে গাজী গ্রুপ। প্রাইম দোলেশ্বরের হয়ে দুইটি করে উইকেট নেনে আরাফাত সানি এবং ফরহাদ রেজা।


বল এবং ব্যাট হাতে অলরাউন্ডিং পারফর্ম করায় ম্যাচ সেরা হন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।


সংক্ষিপ্ত স্কোরঃ


গাজী গ্রুপঃ ১৪৫/৬, ওভারঃ ২০



মেহেদি ৩৯, শামসুর ৩৬; আরাফাত ২/২১, ফরহাদ ২/১৮


প্রাইম দোলেশ্বরঃ ১৪৬/৭, ১৮ ওভারে


ফরহাদ রেজা ৩৬, ফরহাদ হোসেন ৩২; রনি ২/৩০, রায়হানুদ্দিন ২/১৫



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball