চেনা প্রতিপক্ষদের নিয়ে ভাবছেন না তামিম

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশকে এশিয়া কাপে ভালো করতে হলে সেরা খেলাটা খেলতে হবে। কারণ এশিয়া কাপে অংশ নেয়া সবদলই শক্তিশালী। প্রতিপক্ষ যে দলই হোক টাইগাররা প্রস্তুত।
বৃহস্পতিবার সাংবাদিদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপে টাইগারদের প্রস্তুতি নিয়েও এদিন কথা বলেন তিনি।
তামিম মনে করেন, আসন্ন এশিয়া কাপে সবদলই চাইবে নিজেদের সেরাটা দিতে। প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবলে হবেনা বলেও জানান এই বাহাতি ব্যাটসম্যান।

এবারের এশিয়া কাপে শ্রীলংকা এবং আফগানিস্তানের সঙ্গে বি গ্রুপে লড়বে টাইগাররা। তামিম আরও মনে করেন গ্রুপে থাকা বাকি দুই দলই নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে।
কিন্তু তারা প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না, নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে বলেও জানান এই ওপেনার। নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তামিম জানান,
'ট্রিকি, আপনি এশিয়া কাপ খেলবেন, এটা একটি বড় টুর্নামেন্ট। বেশীরভাগ ভালো দলই খেলবে। অন্য গ্রুপে থাকলে সেটাও ট্রিকি হতে পারত। ওই গ্রুপে ভারত-পাকিস্তান আছে। আমাদের কাজ ভালো খেলে, সেরা ক্রিকেট খেলা।'
এদিকে এশিয়া কাপে সবদলই ভালো। প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবতে চায়না বাংলাদেশ দল। নিজেদের দিনে যে কোন দলকেই হারাতে সক্ষম তারা বলেও মনে করেন তিনি। তামিম আরও জানান,
'আমরা এমন কোন প্রতিপক্ষের সাথে খেলব না যাদের সাথে আমরা এর আগে খেলি নি। আমরা সব প্রতিপক্ষের সাথেই খেলেছি আর ভালো খেলে আমাদের দিনে ওদের হারিয়েছি। আশা করি এই দুইটি ম্যাচে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যাবো এবং আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।'