উইজডেনের বর্ষসেরা উদীয়মানে নেই কোন বাংলাদেশী
ছবি:

উইজডেনের তরুণ বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়।
২৩ বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্যে থেকে সেরা পারফর্ম করার জন্য রাবাদাকে সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে বলে সেখানে জানানো হয়। রাবাদার পাশাপাশি দক্ষিন আফ্রিকার আরও দুই ক্রিকেটার স্থান পেয়েছেন সেখানে।

দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম এবং লুঙ্গি এনগিডিও আছেন এই তালিকায়। তবে এই তালিকায় বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম উঠে আসেনি।
আফগানিস্তানের তরুন ক্রিকেটার রশিদ খান এবং পাকিস্তানের শাদাব খানও জায়গা পেয়েছেন এই তালিকায়। ব্যাটসম্যানদের মধ্যে পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়া ম্যাট রেনশোও আছেন এখানে।
এছাড়া শ্রীলংকার কুশল মেন্ডিস এবং ভারতের দুই তরুন কুলদিপ যাদব ও রিশাভ পান্ট আছেন এই তালিকায়। বিশ্বজুড়ে কর্মরত উইজডেন ক্রিকেট মান্থলি’র প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বর্ষসেরার এই তালিকা তৈরি হয়।