promotional_ad

কেন ইংল্যান্ডে আশরাফুল?

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলের। সোমবার তার এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে তার।


আর নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাসখানেক আগেই নিজেকে প্রস্তুত করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এক মাস আগেই ইংল্যান্ডে গিয়েছেন নিজের ফিটনেস ঠিক করতে।


সেই সঙ্গে সেখানে নিজের ব্যাটিংটাও ঝালাই করে নিচ্ছে নিচ্ছেন তিনি। আর সোমবার নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেছিলেন আশরাফুল।


promotional_ad

সেখানে এসে কথা বলেছেন ক্রিকেটে তার ফিরে আসার অনুভূতি নিয়ে। জানিয়েছেন জাতীয় দলে ফিরতে পুরোদমে নিজেকে প্রস্তুত করছেন। সামনে ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখেই সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন,  


'অবশ্যই, গত একটা মাস ধরে আপনার সাথে আমি এখানে অনুশীলন করছি। এখানে আসার আগে এক মাস বাংলাদেশে অনুশীলন করেছিলাম। সামনে আরও একটি মাস আছে। আর সামনে যেহেতু বিশ্বকাপ এখানে হবে।


এসব বিষয় চিন্তা করেই আসলে এখানে এসেছি।  এই কন্ডিশনে খেলে এবং অনুশীলন করে যদি আগামী বিশ্বকাপে সুযোগ পাই। বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য যা যা করতে হবে সেটাই করার চেষ্টা করছি।


সামনে জাতীয় ক্রিকেট লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ, বিপিএল আছে এগুলোতে ভালো করার চেষ্টা করবো। গত ঢাকা প্রিমিয়ার লীগটি ভালো হয়েছিল সেভাবে যেন কন্টিনিউ করতে পারি সেই লক্ষ্য থাকবে। 


আমার ফিটনেস লেভেল আগের থেকে অনেক ভালো বলে  আমি মনে করি। গত পাঁচ বছর আমাকে সমর্থন দিয়ে এসেছেন যারা, আমি যেন আবারও ফিরতে পারি এমনটা চেয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করবো সামনে যেন এর প্রতিদান দিতে পারি, দেশের হয়ে খেলতে পারি। আমাকে আরও সমর্থন দিবেন আশা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball