ভালো সময়ের অপেক্ষায় তাসকিন

ছবি:

ইনজুরি থেকে সেরে উঠে আয়ারল্যান্ডে বাংলাদেশ 'এ' দলের হয়ে ???েলতে গিয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই সফরে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরে আশাই ছিল তার মূল লক্ষ্য।
কিন্তু সেখানে গিয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলা হয়নি তার। পরবর্তীতে জানা যায়, যে ইনজুরি থেকে সেরে উঠেননি তাসকিন। যেকারণে খেলা হচ্ছেনা তার।
তবে চতুর্থ ম্যাচে তাকে একাদশে রাখা হয়। কিন্তু সেই ম্যাচ খেলতে গিয়ে আঙ্গুলে চোট পান তিনি। আর আয়ারল্যান্ডে যাওয়ার আগে একই জায়গায় অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন এই পেসার।
আর রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ইনজুরি নিয়ে মুখ খুললেন এই পেসার। সেখানে জানালেন, ফিট হয়েই আয়ারল্যান্ড গিয়েছিলেন তিনি। মূলত সমস্যা ছিল তার ব্যাক ইনজুরি। তাসকিন জানান,

'আমার মূলত ব্যাক ইনজুরি ছিল। সেই ইনজুরি থেকে আমি এখন প্রায় ফিট বললেই চলে। আমি সহজেই বোলিং করতে পারছিলাম। যদিও আমাকে কিছুটা মানিয়ে নিতে হচ্ছিল। ইঞ্জেকশনের পর আমি রিহ্যাব করেছিলাম। আমি আনফিট হয়ে আয়ারল্যান্ডে যাই নি। ফিট অবস্থায় গিয়েছলাম।'
এদিকে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকার কারণে অনেক কিছু হারাতে হচ্ছে তাসকিনকে। তবে এটাকে জীবনের একটা অংশ হিসেবে মেনে নিয়েছেন তিনি। এছাড়াও তিনি আশাবাদি যে দ্রুত ভালো সময় আসবে তার। তিনি বলেন,
'আমার আশেপাশের মানুষদেরই আফসোস হচ্ছে। আমার কথা না হয় বাদ দিলাম। পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুরা সবাই আফসোস করছে। আমার কেমন অনুভব হচ্ছে সেটা আমি ভালো জানি।
তবে এইসব জীবনের অংশ, আর আহামরি কিছু তো হয়ে যাই নি। বয়স আছে সামনে ভালো করার। তবে বলতে চাই না সামনে আমার অনেক সময় আছে। পেস বোলার হিসেবে আমাদের প্রতিটা মাস গুরুত্বপূর্ণ, এই সময়টা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
আমি চাই সবসময় খেলার মধ্যে থাকতে, ভালো করতে। কিন্তু শেষ এক বছর ধরে ইনজুরি নিয়ে খেলে যাচ্ছি, সব মিলিয়ে একটু খারাপ গেল। আমি এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। আমি আমার মত কঠোর পরিশ্রম করে যেতে পারি আর বাকিটা আল্লাহর ইচ্ছা।'