মাঠে ফিরতে সময় লাগবে অপুর

ছবি:

উইন্ডিজ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ইনজুরিতে পড়েছেন টাইগার স্পিনার নাজমুল ইসলাম অপু। যেকারণে ম্যাচের মধ্যেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
ইনজুরির ধরণ দেখে বোঝাই যাচ্ছিল যে সেটা গুরুতর। সব মিলিয়ে তার হাতে সেলাই লেগেছে ২৫টার মত। যেকারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই স্পিনারকে।
আর মঙ্গলবার অপুর ইনজুরি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সেখানে অপুর ইনজুরি নিয়ে তিনি জানান,

'ওর চারটা জায়গায় প্রতিটাতেই চার-পাঁচটা করে সেলাই লেগেছে। সব মিলিয়ে প্রায় ২৪-২৫টার মত লেগেছে। '
এদিকে অপুকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় তিন সপ্তাহের মত তবে তার ইনজুরি গুরুতর নয় এটা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়,
'নাজমুল হোসেন অপুর বোলিং হ্যান্ডে ল্যাকারশন ইনজুরি হয়। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপ পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় ল্যাকারেটেড হয়ে যায়। এক্সরের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোন ইনজুরি হয়নি।
শুধু মাত্র সফট টিস্যু ইনজুরি। আপাতত সেলাই করা হয়েছে। বেশ কিছু স্টিচ করতে হয়েছে ইনজুরিটাকে ম্যানেজ করার জন্য। এর মধ্যে তিনটা ল্যাকারশন খুব একটা সমস্যা করবে না। একটা ল্যাকারশন যেহেতু জয়েন্টের ওপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে।
আপাতত দুই থেকে তিন সপ্তাহের রেস্ট নেয়ার পর আমরা সেলাই রিমুভ করব। এরপর বুঝা যাবে কতোটা সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের মত রেস্টে থাকতে হবে।'