নিরাপদ সড়ক নয় , সাকিবকে ক্ষেপিয়ে তুলেছে অন্য কিছু

ছবি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যি এবার ছড়াল গুজব। তাও আবার টাইগার কাপ্তান সাকিব আল হাসানকে নিয়ে। আর ঘটনার সত্যটা না জেনেই অনেকেই ভেবে নিয়েছেন সাকিব ভুল করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার সকালে সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব তেড়ে গেছেন!
সঙ্গে সঙ্গে মানুষ ঘটনার সত্যটা যাচাই না করেই গুজবে কান দিয়ে ভিডিওটাকে ভাইরাল করে দেয়। আর সাকিব ভক্ত থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরাও সেটা নিয়ে সমালোচনা করেন।
কিন্তু অবশেষে বের হয়ে এলো ঘটনার সত্যটা। ঠিক যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়া আসার মত। জানা গেল বর্তমান সময়ে দেশের সবচেয়ে বহূল আলোচিত বিষয় আন্দোলন নিয়ে সাকিবকে কোন কোথাই বলা হয়নি।

বরং ম্যাচ শেষে গতকাল সাকিব ক্লান্ত হয়ে যখন হোটেল রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক ভক্ত সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছেন। এরপর সে আবার ভিডিও করতে চায়।
কিন্তু শেষ বেলায় ভক্তটি সাকিবকে 'ভাব মারায়' বলে বাজে ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে! ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোনও প্রশ্ন ছিল না।
একজন জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভক্তদের উচিত সাকিবকে সম্মান করা। কারণ ম্যাচ খেলা শেষে ক্রিকেটারদের মন মানসিকতা একরকম নাই থাকতে পারে সবসময়। আর এই সাকিবের অধিনায়কত্বেই সোমবার উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।