'নারীরা এখন প্রতিপক্ষ নিয়ে ভাবেনা'

ছবি:

বিশ্??কাপ শুরু হতে আর বেশী দেরি নেই। এখন থেকেই তাই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সম্প্রতি সময়ের পারফর্মেন্স বিবেচনায় ভালো ফর্মে আছে টাইগ্রেসরা। ব্যাটিং-বোলিং নিয়ে তেমন কোন সমস্যা নেই তাদের।
তবে বর্তমান যুগে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংকেও বেশী গুরুত্ব দেয়া হয়। ফিসনেস ঠিক রাখাও গুরুত্বপূর্ণ এখন ক্রিকেটে।
আর সেটাকে মাথায় রেখেই বর্তমানে নারীদের ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে কাজ করছে বিসিবি। জানা গিয়েছে ঈদের আগ পর্যন্ত এটা নিয়েই কাজ চলবে।

ঈদের পর ছুটি শেষে স্কিল বাড়াতে নারীদের নিয়ে কাজ করা অবে। এমনটাই জানিয়েছেন টাইগ্রেসদের সহকারী কোচ দেবিকা পাল শিখর। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান,
'আমরা এখন মেয়েদের ফিল্ডিং ও ফিটনেস নিয়ে কাজ করছি। ১৫ দিনের জন্য আমরা ফিটনেস ও ফিল্ডিং নিয়ে ফোকাস করছি। ঈদের পর ওদের স্কিল নিয়ে কাজ করা হবে।'
এদিকে দেবিকা আরও জানান, এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ দল বদলে গিয়েছে। এখন আর প্রতিপক্ষ কে সেটা নিয়ে চিন্তা করেন না তারা। তার ভাষায়,
'সত্যি কথা বলতে কি, এশিয়া কাপের পর আমি বলতে পারি... দল এখন প্রতিপক্ষ নিয়ে চিন্তা করে না। আমাদের মূল পরিকল্পনা থাকে আমরা নিজেরা কিভাবে ভালো পারফর্ম করতে পারি।
আমরা সেই ধারাটাই বজায় রাখতে চাই। আমাদের প্রতিপক্ষ কে, এইসব নিয়ে আমরা চিন্তা করতে চাই না। যদি আমরা ভালো করি, আমরা চাইব সেই ধারা বজায় রাখতে।'