রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

ছবি:

তিন ম্যাচের এই সিরিজে খুব বেশি ভালো ফলাফল করলেও র্যাঙ্কিং উন্নতির সুযোগ নেই বাংলাদেশ দলের। আবার খুব খারাপ ফলাফল করলেও র্যাঙ্কিং অবনমন হচ্ছে না বাংলাদেশের।
এই সমীকরণ মাথায় নিয়েই টি-টুয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। আর প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা।
কিন্তু পরের দুই ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। ফ্লোরিডায় গিয়ে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

আর এই জয়ে র্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে তাদের। ৭০ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা টাইগারদের সিরিজ শেষে পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৭৭ রেটিং পয়েন্টে।
আর সিরিজ হারে পয়েন্ট কমে ১০৬ রেটিং পয়েন্টে নেমে এসেছে উইন্ডিজদের। তবে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে টাইগারদের পয়েন্ট হত ৮০ কিন্তুু তারা সেটা হাতছাড়া করেছে।
বাংলাদেশের উপরে ৮৬ পয়েন্ট নিয়ে আছে শ্রীলংকা। তাই বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে আসন্ন টি-টুয়েন্টি সিরিজগুলোতে ভালো করে তাদেরকে পেছনে ফেলার।