টাইগারদের প্রশংসায় ক্যারিবিয়ান অধিনায়ক

ছবি:

উইন্ডিজদের হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ইতিমধ্যে ১-০তে এগিয়ে গিয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৪৮ রানে হারায় তামিম-সাকিবরা।
এদিন দলগত ভাবে নিজেদের সেরাটা দিতে পারেনি উইন্ডিজ ক্রিকেটাররা। সাকিব এবং তামিম দুজনকে চার বার জীবন দিয়েছেন তারা।
সেই সঙ্গে দলের ডেথ বোলাররাও শেষের দিকে রান দিয়েছেন প্রচুর। শেষ দুই ওভারে ৪৩ রান নিয়ে ম্যাচের মোড় নিজেদের দিকে টেনে নেয় মাশরাফিরা।

আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এসব দিক নিয়েই কথা বলেছেন ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার। সেখানে ম্যাচ বাংলাদেশ থেকে উইন্ডিজদের পিছিয়ে থাকার কারণও ব্যাখ্যা করেন তিনি।
পাশাপাশি দুর্দান্ত জয় পাওয়ার জন্য বাংলাদেশ দলের প্রশংসাও করেন এই অলরাউন্ডার। আর ওয়ানডেতে ফরম্যাটে যে বাংলাদেশ ভিন্ন দল সেটাও মানেন তিনি। হোল্ডারের ভাষায়,
'তারা আসলেই ভালো খেলেছে। আমরা ফিল্ডিং ভালো করিনি, ক্যাচ ফেলেছি। এই দিকটাতে আরও মনোযোগ দিতে হবে আমাদের।
এছাড়াও ডেথ বোলিংয়েও উন্নতির জায়গা আছে আমাদের। সুযোগ পেয়েও সেগুলোকে কাজে লাগাতে পারিনি আমরা। '