এবারও বিপিএলে নেই বরিশাল

ছবি:

ফ্র্যাঞ্চাইজি ফি এবং বিসিবিকে ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে গ্যারান্টি মানি না দেয়ার কারণে বিপিএলের পঞ্চম আসরে খেলতে পারেনি বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজি।
যেকারনে আট দলের পরিবর্তে সাত দল নিয়ে অনুষ্ঠিত হয় বিপিএল। তবে ধারণা করা হচ্ছিল বিপিএলের ষষ্ঠ আসরে ফিরবে বরিশাল। কিন্তু সোমবার জানা গেল নতুন তথ্য। হয়তো ষষ্ঠ আসরেও থাকছেনা বরিশাল বুলস।
এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও বিসিবির ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনই ইঙ্গিত দিয়েছেন। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে আরও জানিয়েছেন, আগামী বিপিএলেও থাকছে তার দল। আর কেন বরিশালকে অন্তর্ভুক্ত করা হচ্ছেনা এই আসরে সেটা নিয়েও খোলামেলা ভাবে কথা বলেন তিনি। তিনি জানান,
'বরিশালর বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের ৭টা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে।
তাছাড়া আগামি বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে টিম চলে যাবে। আপনারা জানেন নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট লেংদি হবে। সুতরাং সম্ভাবনা নেই।'
উল্লেখ্য যে, চলতি বছর বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিপিএল। যেকারণে আগামী বছরের জানুয়ারিতে বসবে বিপিএলের ষষ্ঠ আসর।