অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না মিচেলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
আগামী ২২ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শুরু করবে নিউজিল্যান্ড। এই ম্যাচে খেলা হচ্ছে না কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের।
যদিও দ্বিতীয় ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ২৬ অক্টোবর তারা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।

চলতি মাসের শুরুতে নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মিচেল। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি তার।
হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড
৭ ঘন্টা আগে
মিচেলকে নিয়ে শঙ্কা প্রকাশ করে স্টেড বলেন, 'সে একজন মানসম্পন্ন ক্রিকেটার। সে দ্রুতই মাঠে ফিরবে। মনে হচ্ছে প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তাকে আমরা পাবো না। সম্ভবত সে দ্বিতীয় ম্যাচে খেলবে। আমরা সেই ম্যাচকেই লক্ষ্য হিসেবে স্থির করেছি।'
নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন তিনজন উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে কে বিশ্বকাপে কিপিং করবেন এটা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সিদ্ধান্ত নেয়ার জন্য আরও সময় নিয়ে কিউই ম্যানেজমেন্ট।
যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উইকেটের পেছনে দেখা যাবে গ্লেন ফিলিপসকেই। মূলত ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনকে ব্যাটিংয়ে নির্ভার করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্টেড বলেন, 'সম্ভবত ফিলিপস অল্প সময়ের জন্য গ্লাভস হাতে নেবে। আমাদের হাতে ফিন অ্যালেন আছে বিকল্প হিসেবে। এই মুহুর্তে আমরা তাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পাঠাচ্ছি। সে গ্লেনের মতো দারুণ ফিল্ডারও।'