|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরটি মোটেই ভালো যাচ্ছে না নাইম শেখের। পাঁচ রাউন্ডে খেলে একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তিনটি ইনিংসে ত্রিশোর্ধ ইনিংস খেললেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তবে ষষ্ঠ রাউন্ডে সব আক্ষেপ দূর করেছেন এই বাঁহাতি এই ব্যাটার।
রংপুর বিভাগের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করে মাত্র ২ উইকেট হারিয়ে ২৭৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে নাইম ও আনিসুল ইসলাম ইমন মিলে যোগ করেন ৫৫ রান। মাত্র ২৪ রান করে আউট হন এই ওপেনার।
এরপর তৃতীয় উইকেটে গাজী তাহজিবুল ইসামকে নিয়ে ১৯৮ রানের জুটি গড়েন নাইম। তাহজিবুল ফিরেছেন ৭৩ রান করে। এরপর দলকে আর কোনো বিপদ হতে দেননি নাইম ও মার্শাল আইয়ুব। ১২৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া নাইম দেড়শতে পৌঁছেছেন ১৯৮ বলে।
মেট্রোর এই ব্যাটার এদিন দিন শেষ করেছেন ১৫৩ রান নিয়ে। আর ১৬ রান করে অপরাজিত আছেন মার্শাল। রংপুরের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নজরুল ইসলাম ও আরিফুল হক। এদিকে জাতীয় লিগের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়ছে সিলেট বিভাগ ও বরিশাল বিভাগ।
বরিশাল ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। দলটির হয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন আব্দুল মজিদ। তিনি ৭৮ রান করে আউট হয়েছেন। বরিশালের আর কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন সোহাগ গাজী।
দলটির হয়ে মইনুল ইসলাম ১৬ ও তানভির ইসলাম ৬ রান করে অপরাজিত আছেন। সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা একাই নিয়েছেন ৩টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, তোফায়েল আহমেদ, নাসুম আহমেদ ও রাহাতুল ফেরদৌস।