চ্যাম্পিয়নস ট্রফি

২৬ নভেম্বর চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:40 Saturday, November 23, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হলেও পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। ৫০ ওভারের টুর্নামেন্ট খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাতে ভারত সরকার অনীহা দেখানোয় আলোচনায় আছে হাইব্রিড মডেল। যদিও পুরো চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে দৃঢ় অবস্থানে পিসিবি। এমন অবস্থায় জরুরি সভা ডেকে আগামী ২৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে আইসিসি।

প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে বেশ কয়েকমাস ধরে ভেন্যু সংস্কার করে নিজেদের প্রস্তুতি সেরে রাখছে পিসিবি। আয়োজকরা এমন তোড়জোড় করলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে ভারত যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল সবসময়ই। কদিন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে আইসিসিকে সাফ জানিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না ভারত সরকার।

পুরো টুর্নামেন্ট অন্যথায় সরিয়ে নিলে কিংবা হাইব্রিড মডেলে আয়োজন করলেই কেবল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ভারত। তবে আয়োজক হিসেবে পুরো টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর পিসিবি। এমন অবস্থায় বিপাকে পড়তে হয়েছে আইসিসিকে। কেউ নিজেদের অবস্থান থেকে সরে না আসায় আনুষ্ঠানিক ট্রফি ট্যুর শুরু হলেও এখন পর্যন্ত সূচি প্রকাশ করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশে ১১ নভেম্বর পাকিস্তানে যাওয়ার কথা ছিল আইসিসির প্রতিনিধি দলের। তবে ভারত ও পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে না পারায় অনুমেয়ভাবেই সেদিন সূচি প্রকাশ করতে পারেনি। দুদিন আগে পাকিস্তানের সংবাদমধ্যমে খবর বেরিয়েছে ৫০ ওভারের টুর্নামেন্ট নিয়ে কথা বলতে পাকিস্তানে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল। জয় শাহ নিজেও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সাথে কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ঝুলে থাকা চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিদ্ধান্ত নিয়ে সভা ডেকেছে আইসিসি। ২৬ নভেম্বর কোথায় সভাটি অনুষ্ঠিত হবে তা জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, হাইব্রিড মডেলকে সামনে রেখেই হয়ত আলোচনা করা হবে। এমনটা হলে দ্বিতীয় স্বাগতিক দেশ হিসেবে কারা যুক্ত হবেন তা এখনও নিশ্চিত নয়। যদিও আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি সভা নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।

এমনকি সভায় কয়টি বোর্ডকে থাকতে বলা হবে সেটাও নিশ্চিত নয়। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছে, সভা সম্পর্কে তারা এখনও কোন তথ্য পায়নি। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজী হলে দ্বিতীয়বারের মতো এমনটা দেখা যাবে পিসিবির ক্ষেত্রে। ২০২৩ সালের এশিয়া কাপেও ভারত সরকার কোহলিদের পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেয়ায় শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে তাদের।