106 Views
বাংলা-লঙ্কা সিরিজ

উইকেট নিয়ে নির্ভার লঙ্কানরা

ইনতেছার
Published Date: 14 Feb 2018 | Update :

১৫ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের আগে বেশ ফুরফুরে লঙ্কান দল। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা রীতিমতো হাওয়ায় ভাসছেন ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজের শিরোপা জয়ে।

বুধবার দিন (১৪ ফেব্রুয়ারি) ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসের কথাই জানান দিচ্ছিলেন লঙ্কান দলের ওপেনার উপুল থারাঙ্গা। উপস্থিত সাংবাদিকদের বলেছেন,

'ওয়ানডে ও টেস্ট সিরিজে আমরা ভালো খেলেছি। মূলত সেখান থেকেই আমরা টি-টোয়েন্টি জয়ের আত্মবিশ্বাসটি পাচ্ছি। তা ছাড়া পুরো সিরিজের হাওয়া আমাদের অনুকূলে। আমরা তা বয়ে নিতে চেষ্টা করবো।'

এদিকে মিরপুরের 'বিচিত্র' উইকেট নিয়েও শঙ্কায় নেই লঙ্কান শিবির। এসব বিষয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকেই নজর দিচ্ছে তারা। লঙ্কান ওপেনারের ভাষায়, 

'আশা করছি উইকেট ভালোই হবে। ওয়ানডেতে স্লো উইকেট ছিল। টেস্টে ঢাকায় স্পিন ট্র্যাক ছিল। আসলে উইকেট নিয়ে অত ভেবে লাভ নেই। ভালো ক্রিকেট খেলতে হবে এটাই মুল ব্যাপার।'

একইসাথে ঘরের মাঠে বাংলাদেশ দলের সামর্থ্যের প্রতি শ্রদ্ধাও রাখছেন থারাঙ্গা। তার ভাষ্যমতে, 'বাংলাদেশ দল যথেষ্ট সামর্থ্যবান একটি দল। ম্যাচটি একেপেশে হবে না।'