344 Views
সালতামামি

মাশরাফির ভালো-মন্দের বছর

সৈয়দ সামি
Published Date: 24 Dec 2017 | Update : 24 Dec 2017

আরেকটি বছর শেষের দোরগোড়ায়। বছর জুড়েই বাংলাদেশ ক্রিকেট দল না না আলোচনা-সমালোচনার মধ্যে ছিল। এই বছরে টাইগারদের সাফল্য যেমন আছে। ব্যর্থতাও আছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্টে জয়ের ঐতিহাসিক মুহূর্ত পেয়েছে বাংলাদেশ দল।


নিজেদের শততম টেস্টেও শ্রীলঙ্কার মাঠে জয় আছে। শুধু টেস্টে নয়, ওয়ানডেতেও চোখ ধাঁধানো কিছু সাফল্য ছিল বাংলাদেশের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলেছে টাইগাররা। এই সব সাফল্যের আড়ালে কিছু ব্যর্থতাও ছিল। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরটি কোনো ভাবেই ভালো যায়নি বাংলাদেশের।


তাছাড়া, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরেও টাইগারদের অসহায় আত্মসমর্পণ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে এই বছরটি ভালো মন্দে কেটেছে মাশরাফি, সাকিব, মুশফিকদের।টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও মনে করেন ভালো-খারাপ দুটোই ছিল এই বছরে।


নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো না করার দায় মেনে নিয়েছেন মাশরাফি। তবে, সেখানেও ভালো কিছু করেছে বাংলাদেশ দল। চলতি বছরে নিজেদের পারফরমেন্স এভাবেই মূল্যায়ন করেছেন টাইগার দলপতি।


মাশরাফির ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হয় ভালো খারাপ দুটাই ছিলো। কিছু কিছু ভালো পারফরম্যান্স ছিলো। আবার শুরু এবং শেষটাও ভাল হয়নি। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছিল ওটা আমরা ভালো করিনি। টেস্ট ম্যাচে ভালো করেছিলাম। আবার সাউথ আফ্রিকায় যে সিরিজ হলো এটা সবাই জানে ভালো হয়নি। এর মধ্যে কিছু পারফরম্যান্স হয়তো বা আমরা ভালো করেছি। আমার কাছে মনে হয় বছরটায় ভালো খারাপ দুইটা দিয়েই ছিলো।’


নিউজিল্যান্ড সফর দিয়ে চলতি বছর নিজেদের যাত্রা শুরু করে টাইগাররা। সেখান থেকে খালি হাতেই দেশে ফেরে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে মন ভরেছিল সবার। তারপর শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে, টেস্ট ও টি২০ তিন সিরিজই ড্র করে তারা।


তারপর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত খেলে টাইগাররা। এরপর প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলে মাশরাফিরা ঘরের মাঠে টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বধ করে বাংলাদেশ।


তবে বছররের শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয় টাইগাররা। সেখানে নুন্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি বাংলাদেশ। আর তাই চলতি বছরটিকে ভালো মন্দ দুই দিক থেকেই মূল্যায়ন করেছেন মাশরাফি।ত্রিদেশীয় সিরিজ

সেঞ্চুরির সংখ্যা কম থাকায় আফসোস তামিমের

এখন পর্যন্ত ১৭৬ টি ম্যাচ খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। ৩৫.১১ গড়ে তার মোট রান ৫৯৩৪। ৪০ টি হাফসেঞ্চুরির পা...
189 Views

ত্রিদেশীয় সিরিজ

মধুর প্রতিযোগিতায় দুই বন্ধু

ক্রিকেটের যে কোন ফরম্যাটেই ওয়ান ডাউন অর্থাৎ তিন নম্বর পজিশনটাকে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ পজিশন বলা হয়। এই পজিশন...
882 Views

র‍্যাঙ্কিং

শীর্ষে থেকেই বছর শেষ করছেন সাকিব

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি ২০১৭ সালের শেষ ওয়ানডে...
635 Views

ব্যাটিং নিয়ে ভাবনা

ব্যাট হাতেও স্বরূপে ফিরবেন মিরাজ

অনূর্ধ্ব ১৯ দলে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েই জাতীয় দলে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু জাতীয় দলে এসেই বনে গ...
624 Views