120 Views
বিপিএল ৫

স্বাগতম, বিপিএল

দেবব্রত মুখোপাধ্যায়
Published Date: 04 Nov 2017 | Update : 17 Nov 2017

স্টুয়ার্ট রবার্টসনের নাম শুনেছেন? না শুনলে দোষের কিছু নেই। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মার্কেটিং ম্যানেজার ছিলেন একসময়। এমন কতো ম্যানেজারই তো আসেন, চলে যান। কে খবর রাখে? কিন্তু এই ভদ্রলোকের নামটা আজকের দিনে একটু স্মরণ করা দরকার হয়ে পড়েছে।


২০০১ সালে এই স্টুয়ার্ট রবার্টসনই প্রস্তাব করেছিলেন, মাঠে দর্শক টানার জন্য নতুন এক ধরণের ক্রিকেট আয়োজন করা হোক। যে ক্রিকেটে ২০ ওভার করে খেলা হবে প্রতি ইনিংসে। সেই প্রস্তাব ১১-৭ ভোটে পাশ হয়ে গিয়েছিলো ইংল্যান্ডের বোর্ডে। ব্যস, সেই প্রস্তাবের ভেতর দিয়েই দুনিয়াতে যাত্রা শুরু হলো টি-টোয়েন্টি ক্রিকেটের। প্রথম কিছুটা সময় সন্দেহ ছিলো, দোলাচল ছিলো। এই খেলা আদৌ লোকে দেখবে কি না, তা নিয়ে সংশয় ছিলো। সব সংশয় উড়ে গেছে। শুরুর সেই ‘স্রেফ বিনোদন’ ব্যাপারটাও আর নেই।


১৬ বছর পার করে এসে সেই টি-টোয়েন্টি ক্রিকেট আজ পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ক্রিকেট ফরম্যাট। সেই টি-টোয়েন্টি ক্রিকেট আজ সবচেয়ে আনন্দের উৎস। সারা পৃথিবীর মতো, বাংলাদেশকেও মাতিয়ে তোলে এই টি-টোয়েন্টি ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট এক পাশে রাখলে দুনিয়া জুড়ে চলছে এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দাপট। আর আজ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে বাংলাদেশের সেই সবচেয়ে দাপুটে ক্রিকেট টূর্নামেন্ট, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টূর্নামেন্ট-বিপিএল।


বিপিএল বাংলাদেশে এখন সবচেয়ে বড় ক্রিকেট উৎসব, তাতে সন্দেহ নেই। দেশের মানুষের বিনোদনের উৎস এমনিতেই কম। সেখানে এই মারমার কাটকাট, চার-ছক্কার টূর্নামেন্ট দেখতে সারা বছর লোকেরা যে মুখিয়ে থাকবেন, তাতে সন্দেহ নেই। এবারও সেই অপেক্ষা ছিলো। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে।


বিপিএলকে অবশ্য আজকের এই জায়গায় আসতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। ২০১২ সালে শুরু হওয়া এই টূর্নামেন্টের প্রথম দুই আসর জুড়ে ছিলো বিতর্ক আর অব্যবস্থাপনা। মাঠের খেলায় স্পট ফিক্সিংয়ের কালো ছায়া গ্রাস করেছিলো টূর্নামেন্টকে। সেই নিয়ে আইসিসির তদন্ত, দীর্ঘ বিচার প্রক্রিয়া, শাস্তি প্রদান অনেক কিছু করতে হয়েছে। এমনকি বিপিএলের ভাবমূর্তি ফেরানোর জন্য এক বছর বন্ধও রাখার হয়েছিলো খেলা। অবশেষে ২০১৫ সালে নতুন করে আবার মাঠে ফেরে বিপিএল। এবার অনেকটাই শুদ্ধ চেহারায় খেলা শুরু হয়েছে, সেটা বলা চলে। তবে এখনও অব্যবস্থাপনাটা আছে।


দল নিয়ে অব্যবস্থাপনা, খেলোয়াড়দের পাওনা পরিশোধে অব্যবস্থাপনা। যদিও প্রতি বছর এটা কমে আসছে। তারপরও এখনও খেলোয়াড়দের দেনা পাওনা না পাওয়া অভিযোগ শোনা যায় প্রতি আসরের শেষে। বিপিএলকে সত্যিকারের দেশের সেরা টূর্নামেন্ট হয়ে উঠতে গেলে এই অভিযোগগুলো ঝেড়ে ফেলতে হবে শরীর থেকে। তার চেয়েও বড় কথা, বিপিএলকে হয়ে উঠতে হবে সারা দেশের টূর্নামেন্ট। এবার বিপিএলে ভেন্যু একটা বেড়েছে। সিলেটে খেলা হচ্ছে। চোখ বুজে বলে দেওয়া যায়, সিলেটের খেলায় মানুষের ঢল নামবে। বিপিএল এর আগ অবদি আটকে ছিলো ঢাকা ও চট্টগ্রামে। এই দুই শহরের মানুষ আন্তর্জাতিক, জাতীয় নানা খেলা দেখতে দেখতে ক্লান্ত। তাদের কাছে বিপিএল আর নতুন কিছু নয়।


তাই এই খেলাটা ছড়িয়ে দিতে হবে খুলনা, রাজশাহী, বরিশাল, বগুড়া; সব আন্তর্জাতিক ভেন্যুতে। প্রকৃতপক্ষে আমরা চাই, বিপিএল হয়ে উঠুক, প্রতিটা অংশগ্রহনকারী দলের খেলা। প্রতিটা দলের এলাকার মাঠে খেলা হোক। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হোক। তাতে প্রতিটা দলের পাশে স্থানীয় লোকেদের খাটি সমর্থন থাকবে। পাওয়া যাবে দেশ জুড়ে প্রতিযোগিতার একটা আবহ। তবেই সফল হবে বিপিএল। শেষ চাওয়া উইকেট।


অতি ব্যবহারে জীর্ন ও রান খরায় ভুগতে থাকা উইকেট নয়। বিপিএলে আমরা চাই রান উৎসবের উইকেট। মানুষ কষ্ট করে আয় করা টাকা ব্যয় করে মাঠে আসবে রানের প্রতিযোগিতা দেখতে। এমন নয় যে, উইকেট নেওয়ার প্রতিযোগিতা হলেও লোকে খুব অসন্তুষ্ট হবে। সেটা হতে হবে সত্যিকারের উইকেটে। কিন্তু জীর্ন উইকেটে বোলার-ব্যাটসম্যান, সবাইকে ধুকতে দেখতে ভালো লাগে না। আশা করা যাক, এবারই নতুন কিছু দেখা যাবে এই দিক থেকে। আশা করা যাক, আস্তে আস্তে বিপিএল আমাদের এই সব স্বপ্ন পূরণ করবে। বিপিএল হয়ে উঠবে সত্যিকারের দেশের সেরা টূর্নামেন্ট। দেশের কেন, সব স্বপ্ন পূরণ করতে পারলে বিপিএল বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠবে! তাহলে তাই হোক। আমরা বিপিএল আনন্দে মাতি। আমরা বিপিএল উৎসবে ভাসি। স্বাগতম, বিপিএল।