আইপিএল-১১

প্রতিশোধের সুযোগ পাচ্ছে সাকিবরা

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 12:30 বৃহস্পতিবার, 26 এপ্রিল, 2018

চলতি আইপিএলে মোহালিতে এক ক্রিস গেইলের সেঞ্চুরিতেই উড়ে গিয়েছিল টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমন সমৃদ্ধ দল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেদিন দলের সেরা বোলার রাশিদ খানকে একা হাতে সামলেছিলেন টি-টুয়েন্টির রাজা। 

চার ওভারে ৫০ এর উপর রান খরচা করেছিলেন রাশিদ। বোলারদের মতই গেইলের সেঞ্চুরির জবাব ছিল না হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের।  ধাওয়ানের ইনজুরির পর কেন উইলিয়ামসন, সাকিবরা ব্যাট হাতে চেষ্টা করলেও গেইলের সমকক্ষ কেউ ছিল না।

তবে এবার সুযোগ পাচ্ছে হায়দ্রাবাদ। উড়তে থাকা পাঞ্জাবকে মাটিতে নামিয়ে আনার সুযোগ হাতছাড়া করতে চাইবে না উইলিয়ামসনরা। হায়দ্রবাদের ঘরের মাঠে লীগ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে পাঞ্জাব। 

মুম্বাইকে লো স্কোরিং ম্যাচে হারিয়ে চাঙ্গা হায়দ্রাবাদ চাইবে জয়ের ধারা বজায় রাখবে। অন্যদিকে দিল্লিকে উত্তেজনা ছড়ানো ম্যাচে হারিয়ে এসেছে আশ্বিনের দল। পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে থাকা পাঞ্জাব চাইবে শেষ চারের জন্য যথেষ্ট পয়েন্ট নিজেদের করে নিতে। 

কিংস ইলেভেনের জন্য সুখবর হচ্ছে গেইলের দলে ফেরা। দিল্লির বিপক্ষে দলের বাইরে থাকলেও হায়দ্রাবাদের বিপক্ষে টপ অর্ডারে গেইলের ফেরা প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত পাঞ্জাবের মোট রানের অর্ধেকের বেশি রান এসেছে গেইল-রাহুলের ওপেনিং জুটি থেকে।

মুজিব ও আশ্বিনদের স্পিনের সাথে আন্ড্রু টাই এর বোলিং পাঞ্জবাকে এবারের আসরের ফেভারিট দলে পরিনত করেছে। তবে ছেড়ে কথা বলবে ব্যালেন্স দল হায়দ্রাবাদ। ধাওয়ানের সাথে আজকের ম্যাচে একাদশে ফিরবেন ভুবনেশ্বর কুমার।

কেন উইলিয়ামসনের সাথে ব্যাট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন ধাওয়ান। মিডেল অর্ডারে অফ ফর্মে থাকা মানিশ পান্ডের ব্যাটে চেয়ে থাকবে হায়দ্রাবার সমর্থকরা। একই সাথে দায়িত্ব নিতে হবে সাকিব, ইউসুফ ও নবীদের। সব মিলিয়ে জমজমাট লড়াই এর অপেক্ষা করছে আইপিএল সমর্থকদের জন্য।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, রাশিদ খান, মোহাম্মদ নবী, শেখর ধাওয়ান, মানিশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, বাসিল থাম্পি, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা।

পাব্জাবের সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, কেএল রাহুল, করুন নায়ার, মায়াঙ্ক আঘারওয়াল, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, রবি আশ্বিন, আন্ড্রু টাই, আঙ্কিত রাজপুত, বারিন্দার স্রান, মুজিবুর রহমান।