বিশ্ব একাদশ

একই দলে সাকিব, তামিম, হার্দিক ও কার্তিক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 10:47 বৃহস্পতিবার, 26 এপ্রিল, 2018

আগামী ৩১ মে একটি চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন দুই টাইগার ক্রিকেটার সাকিব-তামিম। সম্প্রতি বিসিসিআই নিশ্চিত করেছে উইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে খেলবেন দুই ভারতীয় ক্রিকেটারও।

তারা হচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বিসিসিআইয়ের সম্পাদক অমিতাভ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, "হার্দিক এবং দীনেশ একটি চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে অংশ নিবেন।"

গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু স্টেডিয়াম। এর মাঝে পাঁচটি স্টেডিয়াম পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। সেই লক্ষ্যেই আগামী ৩১ মে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে।

এর আগেই বিশ্ব একাদশের হয়ে খেলা নিশ্চিত করেছিলেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা। তাছাড়া, এই ম্যাচে অংশ নেবেন টি২০ ক্রিকেটের শীর্ষ বোলার রশিদ খান। এই ম্যাচে খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ তারকাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক এউইন মরগান। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট।

এখন পর্যন্ত ঘোষিত বিশ্ব একাদশের স্কোয়াডঃ
ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, থিসারা পেরেরা, হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ
কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস এবং কেসরিক উইলিয়ামস।