আইপিএল-১১

দায়িত্ব ছাড়লেন গম্ভীর, নতুন অধিনায়ক ঘোষণা দিল্লীর

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:17 বুধবার, 25 এপ্রিল, 2018

আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলসর অধিনায়কত্ব ছেড়ে দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। মূলত দলের খারাপ পারফর্মেন্সের কারণেই নেতৃত্ব ছেড়েছেন তিনি।

এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দিল্লী। পয়েন্ট টেবিলে সবার নিচের অবস্থানে দিল্লী। সাংবাদিক সম্মেলনে ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার নিজের অবসর নিয়ে বলেন,  

'আমরা পয়েন্ট টেবিলের যেখানে অবস্থান করছি এর জন্য পুরো দায়িত্ব আমি নিচ্ছি। আমি মনে করি আমি দলের জন্য যথেষ্ট করতে পারি নি। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব নেয়া উচিৎ ছিলো। 

'আমার মনে হয়েছে এটাই সঠিক সময় কারণ আমাদের এখনও সুযোগ আছে। অবশ্যই এটি আমার সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কোনও চাপ আসেনি।' 

আর দিল্লীর নতুন অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ২৩ বছর বয়সী স্রেয়াশ আইয়ার। এদিকে এই আসরে এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে দিল্লীর-- মনে করছেন দিল্লীর নতুন অধিনায়ক স্রেয়াশ আইয়ার।

'আমাদের এখনো টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে। আমাদের এখনও ৮ টি খেলা আছে। আমাদের এখানে অনেকেই আছে এটি বিশ্বাস করে।'

এদিকে ৩৬ বছর বয়সী গম্ভীরের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে মন্তব্য করেছেন দলের কোচ রিকি পন্টিং। অজিদের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এই প্রসঙ্গে জানান,

'এটি গৌতমের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আমরা তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট করি। সে দিল্লির হয়ে জিততে উদগ্রীব। আমরা আসলেই অভিভূত। ভারতে এমন উদাহরণ খুব একটা বেশি। সে অবশ্যই দলের সাথে থাকবে এবং স্রেয়াশকে অধিনায়কত্বে সাহায্য করবে।'