বিশ্বকাপ সূচি

আইপিএলের কারণে বিশ্বকাপে ম্যাচ পেছালো ভারত!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:28 বুধবার, 25 এপ্রিল, 2018

আইপিএলের ১২তম আসর শুরু হবে ২০১৯ সালের ২৯ই মার্চ। আর সেই আসর শেষ হবে ১৯ই মে'র ফাইনালের মধ্য দিয়ে। আবার তার কয়েকদিন পরেই (৩০ই জুন) ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। 

আসরের প্রাথমিক সূচিতে ভারতের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আর তারিখ ছিল ২রা জুন। কিন্তু ‘লোধা কমিশন’-এর সুপারিশ অনুযায়ী আইপিএলের আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে অন্তত ১৫ দিন সময় বন্ধ রাখা লাগে। 

ফলে সেই ম্যাচটি পিছিয়ে নেওয়া হয় হয়েছে ৪ই জুন। গত মঙ্গলবার ভারতের কলকাতায় বিশ্বকাপের সূচি নির্ধারণী বৈঠক ছিল বিভিন্ন দেশের বোর্ডের প্রধান নির্বাহীদের মধ্যে। সেই সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানান,

২০১৯ সালের আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে। যেহেতু আইপিএল শেষে ১৫ দিনের আগে আমরা খেলতে পারব না, সেই কারণে ৪ জুনের আগে ভারতের খেলার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে আমাদের খেলার সূচি ২ জুন পড়লেও পরে সেটি পিছিয়ে নেওয়া হয়েছে।

এদিকে বিশ্বকাপের সূচি নিয়ে প্রধান নির্বাহী কমিটির সেই সভায় সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েই সূচিটি বানিয়েছে। এবার তা পাঠানো হবে আইসিসির বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে ৩০শে এপ্রিলের মধ্যেই পূর্ণ সূচি প্রকাশ করা হবে।