আফগানিস্তান সিরিজ

বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সিরিজ কেন?

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:38 বুধবার, 25 এপ্রিল, 2018

আফগানদের বিপক্ষে ওয়ানডে না টি টোয়েন্টি সিরিজ, এই নিয়ে গত বেশ কিছুদিন থেকে ধোঁয়াশা ছিলো। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজটি হবে টি টোয়েন্টি ফরম্যাটেই।

কিন্তু বিসিবির এই সিদ্ধান্ত নিয়েই এবার শুরু হয়েছে তুমুল সমালোচনা। কেননা আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের আসর।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে টি টোয়েন্টি সিরিজ খেলা কতটা যুক্তিসঙ্গত সেটাই আদতে ভাবার বিষয়। জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদও যেমন সিরিজটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাঁর মতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করাই উচিৎ ছিলো বিসিবির। এই প্রসঙ্গে তিনি বলেন,

'আমার মনে হয় ওয়ানডে খেললেই ভালো হতো। কারণ যে টুর্নামেন্টই খেলি আমাদের ভালো খেলার দরকার। আমি মনে করি আমাদের দল ওদের থেকে ভালো, তবে বিশ্বকাপকে সামনে রেখে দুটি বা চারটি ওয়ানডে খেললে বরং আমাদের জন্য বেশি ভালো হতো।'

টি টোয়েন্টি সিরিজ আয়োজন করার বিষয়ে অবশ্য যুতসই ব্যাখ্যা নেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছেও। তিনি এই সম্পর্কে খুব একটা কিছু বলেন নি। শুধু জানিয়েছেন,

'আমাদের কাছে মনে হচ্ছে তিনটি ফরম্যাটই অনেক গুরুত্বপূর্ণ। আর তিন ফরম্যাটেই আমাদের উন্নতি করতে হবে। এর জন্য যা যা দরকার আমরা তা করবো এবং করছি।'