১০০ বলের আসর

নতুন দর্শক মাঠে আনতেই ১০০ বলের টুর্নামেন্ট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:04 সোমবার, 23 এপ্রিল, 2018

টি-টুয়েন্টি ক্রিকেটের পরে ক্রিকেটের নতুন আরেকটি ধারা বের করতে যাচ্ছে ইংল্যান্ড। এবার ইসিবির উদ্যোগে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১০০ বলের (ম্যাচ প্রতি) ক্রিকেট টুর্নামেন্ট! 

কাউন্টি খেলা ৮ টি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট। ১৫ ওভার পর্যন্ত চিরায়িত নিয়মে (ছয় বলের ওভার) হলেও শেষ ওভারটি হবে দশ বলে! মোট পাঁচ সপ্তাহ ব্যাপি হবে এই টুর্নামেন্ট। লন্ডন, ম্যানচেস্টার, বির্মিংহামসহ মোট আঁটটি ভেন্যুতে হবে ১০০ বলের এই আসর।  

যদিও এখনো প্রস্তাবনার টেবিলে এই টুর্নামেন্ট। এমসিসি এবং ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস কাউন্টি দলগুলোকে এই প্রস্তাবনা দিয়েছে স্বয়ং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড! বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বৃহস্পতিবার মিডিয়াকে এমনটা জানান।

এদিকে রবিবার ইংল্যান্ডের এক রেডিওর অনুষ্ঠানে এসে এই আসর আয়োজন করার পেছনের কারণ জানিয়েছেন ইসিবির পরিচালক এন্ড্রু স্ট্রস। অ্যাশেজজয়ী সাবেক এই ইংলিশ তারকা জানান,

'আমরা আসলে ক্রিকেটের নতুন সমর্থকদের আশায় আছি। এই খেলাটাকে আমরা আরও জনপ্রিয় করতে চাইছি। একইসাথে আরও বেশি বোধগম্য করতে চাইছি।

'টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় হয়েছে। এর দর্শক সারা বিশ্ব জুড়েই আছে। আমাদেরও ঐ ধরণের আলাদা দর্শক দরকার। যারা কিছুটা ব্যতিক্রম পছন্দ করে। এটাই এই আসর আয়োজনের মূল কারণ।' 

উল্লেখ্য, টেস্ট, ওয়ানডে বা পরবর্তীতে টি-টুয়েন্টি ক্রিকেটের পাশাপাশি দশ ওভারের ক্রিকেট বা সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট দেখা গেলেও এমন ঘরানার ক্রিকেট টুর্নামেন্ট এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।