আইপিএল-১১

সিলেট সিক্সার্স থেকে দিল্লিতে প্লাঙ্কেট

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 16:39 শনিবার, 07 এপ্রিল, 2018

ইংলিশ ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেট প্রথমবারের মত আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলের এগারোতম আসরে খেলবেন তিনি।

প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদার ইনজুরিতে আইপিএলের দুয়ার খুলেছে তার। আইপিএল হতে যাচ্ছে প্লাঙ্কেটের ক্যারিয়ারের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এর আগে ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে  ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছিলেন। বল হাতে বেশ সফল ছিলেন এই দীর্ঘদেহী ইংলিশ ম্যান।

এবার তিনি একই পারফর্মেন্সের পুনরাবৃত্তি করতে চাইবেন পন্টিং-গম্ভিরদের দল দিল্লির হয়ে। অথচ আইপিএলের এগারোতম আসরের মেগা নিলামে অবিক্রিত ছিলেন প্লাঙ্কেট।

ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কেউই আগ্রহ দেখায় নি তার ৩৩ বছর বয়সী প্লাঙ্কেটের প্রতি। শেষ পর্যন্ত রাবাদার বদলী হিসেবে আইপিএল ভাগ্য খুলে গেল প্লাঙ্কেটের। প্লাঙ্কেট ছাড়াও এবারের আইপিএলে ইংলিশম্যানদের ছড়াছড়ি প্রায় প্রতি দলেই।

ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের চেনা মুখ জস বাটলার, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, জেসন রয়, অ্যালেক্স হেইলসরা এবারের আইপিএল মাতাতে প্রস্তুত।