ঢাকা প্রিমিয়ার লীগ

"দেশের হয়ে খেলার স্বপ্ন ৫ বছর থেকেই দেখছি"

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:45 বৃহস্পতিবার, 29 মার্চ, 2018

ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাঁর দল কলাবাগান ক্রীড়া চক্র সুপার সিক্সে উঠতে না পারলেও নিজের সামর্থ্যের ঠিকই জানান দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান। 

অগ্রণী ব্যাংকের বিপক্ষে রেলিগেশন পর্বের প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। আর এরই সাথে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪টি শতক তুলে নিয়েছেন অ্যাশ। যদিও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি ধারাবাহিকতা অভাবে।  

এখন পর্যন্ত ১২ ম্যাচে ৫৬.৩০ গড়ে ৫৬৩ রান নিয়ে চার নম্বরে অবস্থান করছেন তিনি। চারটি সেঞ্চুরি হাঁকাতে পেরে অবশ্য অনেকটাই সন্তুষ্ট তিনি। এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে এই তারকা ব্যাটসম্যান বলছিলেন, 

'আল্লাহ্‌র রহমতে অবশ্যই সন্তুষ্ট। ভালো খেলার পরও তিনটি শুন্য রানের ইনিংসও আছে। শুন্যর পর আবার ৪টি শতকের দেখা পেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ। প্রথম সাত ম্যাচের পর আবার শেষ ছয় ম্যাচে কিন্তু আল্লাহ্‌র রহমতে ভালোই ধারাবাহিকতা ছিলো।'

তবে নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট থাকলেও দলকে সুপার সিক্সে ওঠাতে না পেরে স্বাভাবিকভাবেই বেশ হতাশ সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল।

মূলত দলের সর্বোপরি পারফর্মেন্স ভালো থাকার না কারণেই টানা পরাজয়ের মুখ দেখতে হয়েছে কলাবাগানকে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্যমতে,  'দল নিয়ে অবশ্যই হতাশ। দলের একদিন ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয় না, আবার বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয় না এটাই আসলে মূল ব্যাপার।'

ডিপিএল পরবর্তী পরিকল্পনা  নিয়েও কথা বলেছেন আশরাফুল। মূলত তাঁর প্রাথমিক লক্ষ্য এখন রেলিগেশন লিগের আরেকটি ম্যাচেও শতক হাঁকানো। 

আগামী ১লা এপ্রিল অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রেলিগেশন পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন আশরাফুল। সেই ম্যাচ নিয়েই আপাতত চিন্তা করছেন তিনি। বললেন, 'আরেকটি ম্যাচ আছে ১ তারিখে। আল্লাহ্‌র রহমতে যদি সেই ম্যাচে সেট হতে পারি এবং সেঞ্চুরি যদি হয় তাহলে তো খুবই ভালো হবে।'

ডিপিএলের পর বিসিএল এবং এরপর বিপিএলকে টার্গেট করছেন আশরাফুল। বিসিএলে নিজের সামর্থ্যের সেরা দিয়ে ভালো খেলার চেষ্টা করবেন বলেও জানান তিনি। পাশাপাশি ফিটনেসের প্রতিও যথেষ্ট মনোযোগ দিচ্ছেন টাইগার এই তারকা ক্রিকেটার,  

'ডিপিএলের পরে বিসিএলে তিনটি ম্যাচ আছে। সেখানে যদি সুযোগ পাই চেষ্টা করবো ভালো করার। এরপর তৈরি হবো বিপিএলের জন্য। ফিটনেস নিয়ে কাজ করবো টি টোয়েন্টির জন্য। আমার ফিটনেসটা আরো বাড়াতে হবে। এখন সেদিকেও মনোযোগ দিচ্ছি।'

একটা সময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন আশরাফুল। কিন্তু কালের করাল গ্রাসে সেই দিন হারিয়ে গেছে অনেকদিন আগেই। বহু পথ ঘুরে এখন ঘরোয়া ক্রিকেট দিয়েই নিজেকে প্রমাণ করার কাজটি করে যাচ্ছেন সাবেক এই টাইগার দলপতি।

তবে দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন এখনও যে তাঁর মনে জাজ্বল্যমান সেটি তাঁর কথাতেই বোঝা গেলো। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছুতে গেলে তাঁকে পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ। আর এর জন্য ধাপে ধাপে এগোনোর চিন্তা আশরাফুলের। তাঁর বক্তব্য, 

'দেশের হয়ে খেলার স্বপ্ন ৫ বছর থেকেই তো দেখছি। সেটি অবশ্য পরের ধাপ। এখন আগে যে ধাপগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো পার করতে চাই আরকি। এখন ১ তারিখের ম্যাচ নিয়ে চিন্তা করছি। এরপর বিসিএলের ম্যাচ। তারপরে বিপিএলের আগে একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে পারে সেটি নিয়ে চিন্তা করছি, আসলে যেটা সামনে আসবে সেটা নিয়ে ধাপ ধাপে এগোতে চাচ্ছি। আর ফিটনেসটা আরো বাড়াতে চাই। গত তিন-চার সপ্তাহ ভালোই উন্নতি হয়েছে। আরো উন্নতি করতে চাই।'

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের পারফর্ম নিয়েও কথা বললেন আশরাফুল। টি টোয়েন্টিতে টাইগারদের পারফর্মেন্স নিয়ে নিজের মতামত জানতে চাইলে কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যান জানান, ওয়ানডে মতো টি টোয়েন্টি ফরম্যাটেও ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে টাইগাররা। নিদাহাস ট্রফিতে অনেকটাই নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল উল্লেখ করে আশরাফুল বললেন,    

'অসাধারণ খেলেছে বাংলাদেশ। যাওয়ার আগে সবাই আশা করছিলো অন্তত একটা ম্যাচ যেন জিততে পারি, সেখানে আমরা ফাইনালে খেলেছি। সুতরাং এক কথায় অসাধারণ। আমাদের টি টোয়েন্টি ফরম্যাটের কথাও চিন্তা করতে হবে যে আমাদের টি টোয়েন্টি দলটিও সেভাবে এখনও তৈরি হয়নি। এই টুর্নামেন্ট দিয়ে মনে হচ্ছে যে আমরা তৈরি হচ্ছি। টি টোয়েন্টিতেও শক্তিশালী একটি দল হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ।'

শুধু তাই নয়, টি টোয়েন্টিতে ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন অ্যাশ। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন,  'টি টোয়েন্টিতে ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। শুধু একটি বিপিএল দিয়ে আসলে এই ফরম্যাটে ভালো করা যাবে না। এই ধরণের ফরম্যাটে নিয়মিত খেলা হতে হবে। বিপিএলের আগে একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে পারে বিসিবি। সেটি করলে ভালোই হয়।'