নিদাহাস ট্রফি

টি-টুয়েন্টির রাজা মুশফিক

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:27 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

চলমান নিদাহাস ট্রফিতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে ব্যাট থেকে আসা ৭২ রানের উপর ভর করে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ দল।

এরপরের ম্যাচে অবশ্য বাংলাদেশ দল ভারতের বিপক্ষে জিততে না পারলেও ব্যাট হাতে আবারও নজরকাড়া ইনিংস খেলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। বুধবারের ম্যাচেও ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। 

অথচ এই মুশফিকই এই ফরম্যাটে অভিষেকের পর থেকে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। বিগত ১১ বছরে অভিষেকের পর মোট ৫৩ ইনিংসে তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৬.৮৪।

কিন্তু হুট করেই চলতি বছর যেন বদলে গিয়েছেন এই ব্যাটসম্যান। এই বছর এখন পর্যন্ত মোট ৫টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। যেখানে তার ব্যাটিং গড় ১১৭.০০। মোট ২৩৪ রানের মালিক এই উইকেট রক্ষক পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল-মানিশ পান্ডের মত ক্রিকেটারদের।

বরং সবার উপরে আছেন এই উইকেট রক্ষক। ম্যাক্সওয়েল ১১৬, মানিশ পান্ডে ১১৩ গড়ে রান করলেও মুশফিক সেখানে সবার উপরে আছেন ১১৭ গড় নিয়ে। যদিও ম্যাক্সওয়েল মুশফিকের সমানই ম্যাচ খেলেছেন।

কিন্তু মানিশ পান্ডে আবার খেলেছেন ৭টি ম্যাচ।  এই বছর এই ফরম্যাটে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মুনরো। দুইজনেরই গড় ৪০'র উপর।