বিসিবির প্রেস

ঘরোয়া ক্রিকেটে কী সমস্যা, প্রশ্ন পাপনের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:33 সোমবার, 25 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারটের পেস বোলারদের কাছে নাস্তানাবুদ হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং মোহাম্মদ শামির কাছে পাত্তাই পায়নি ইমরুল কায়েস, মুমিনুল হকরা। বাংলাদেশ দুই ম্যাচেই ইনিংসে হারায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে, ঘরের মাটিতে স্পিন সহায়ক উইকেট তৈরি করা নিয়ে। যদিও এসব সমস্যা আগে থাকলেও এখন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পুরো সিরিজে ১০.৭৫ গড়ে ১২টি উইকেট নিয়েছেন ইশান্ত। তার সমান ১২টি উইকেট পেতে উমেশের বোলিং গড় ছিল ১৫.০০। ইশান্ত-উমেশের সমান চার ইনিংসে বল করে ১৫.১১ গড়ে নয়টি উইকেট পান শামি। ইশান্ত, উমেশ, শামি- ক্রমান্বয়ে তিনজনই এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি।

অথচ ঘরের মাটিতে প্রতিনিয়তই স্পিনিং উইকেটে খেলে বাংলাদেশ। যদিও কিছুদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের কিছু ম্যাচে দাপট দেখিয়েছে পেসাররা। এটাই মনে ধরেছে পাপনের।

ঘরোয়া ক্রিকেট প্রন্সঙ্গে সোমবার গণমাধ্যমকে পাপন বলেন, 'এটা আমার মনে হয় না যে ঘরোয়া ক্রিকেটে উইকেটের কারণে এই হার। আমার মনে হচ্ছে আপনারা ঘরোয়া ম্যাচ দেখেন না। আপনারা আগের কথা বলছেন। এখন ঘরোয়াতে কী সমস্যা?

এখন আমরা ছয় ইঞ্চি ঘাসে খেলছি। তৃতীয় শ্রেণীর ম্যাচেও শুরু করেছি চার ইঞ্চি ঘাস দিয়ে। পেসাররা সব উইকেট নিচ্ছে। এখন না, বলেন আগে পেসবান্ধব উইকেট হয় নাই সেজন্য এই ব্যর্থতা। এখন আমরা তেমন উইকেট করছি এবং পেসাররা সব সুবিধা পাচ্ছে। এখন যদি আপনি দেখেন স্পিনাররা আর রাজত্ব করছে না উইকেটে।'

এবারের জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলারের মধ্যে তিনজনই অবশ্য পেসার। ৩১ উইকেট নিয়ে শীর্ষে আছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

১৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন পেসার ইরফান হোসেন। ১৮টি উইকেট নিয়ে তিনে আছেন আরেক স্পিনার নাজমুল ইসলাম অপু। চার ও পাঁচ নম্বরে থাকা দুই পেসার তাসকিন আহমেদ এবং সালাউদ্দিন শাকিলের দুজনই পান ১৭টি করে উইকেট।