অস্ট্রেলিয়া ক্রিকেট

অবসরের ইঙ্গিত দিলেন পেইন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:22 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। এবারের ঘরোয়া গ্রীষ্মের মৌসুমই হতে যাচ্ছে পেইনের শেষ মৌসুম। তবে এখনো অবসরের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

গত বছর কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর অজিদের টেস্ট অধিনায়কত্ব দেয়া হয় পেইনকে। স্টিভ ওয়াহর পর প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে অ্যাশেজ ধরে রাখার কীর্তি গড়েন পেইন।

যদিও পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়েছেন নিষেধাজ্ঞা শেষে দলে ফেরা স্মিথ। যে কারণে অজি সাবেক ক্রিকেটারদের অনেকেই আবারো স্মিথকে নেতৃত্বের দায়িত্বে দেখতে চাইছেন। 

আগামী বছর শেষ হবে অধিনায়কত্বে স্মিথের নিষেধাজ্ঞা। এই সময়ে পেইনের নেতৃত্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে অজিরা।

অবসরের ইঙ্গিত দিয়ে পেইন বলেন, 'এটা হতে পারে আমার শেষ মৌসুম, অবশ্য আমি একেবারে নিশ্চিত নই। আমি ক্রিকেট উপভোগ করছি। শারীরিক ও মানসিকভাবে ভালো আছি। তাই যতক্ষণ এভাবে চলতে থাকে, আমি যদি যথেষ্ট রান করতে পারি এবং সুস্থ থাকি হয়তো খেলতে থাকবো। আপাতত বেশি দূরে তাকাতে চাই না, এই মৌসুম নিয়েই আমি ভাবছি।'

পেইনের অধীনে ১৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে ৫টিতে জয়ের দেখা পেয়েছে তারা। ৬টি ম্যাচ হেরেছে এবং ৩টি ম্যাচ ড্রয়ের মুখ দেখেছে।