ভারত-বাংলাদেশ সিরিজ

নতুন বলের চেয়ে পুরনো বলে চ্যালেঞ্জ বেশিঃ আল আমিন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 12:05 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দিবা-রাত্রির টেস্টে নতুন বলের চেয়ে পুরনো বলে খেলা বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন। সন্ধ্যার পর ফ্ল্যাড লাইটের আলোয় গোলাপি বলের গতি বেড়ে যায় বলে জানিয়েছেন তিনি। এই কারণে সন্ধ্যার পর খেলা কঠিন হয়ে যাবে।

গোলাপি বলে খেলা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হলেও কঠিন পথটা পাড়ি দিতে হবে পেসারদেরই। আল আমিনের মতে, যে দলের বোলাররা ভালো করবে সেই দলই এগিয়ে থাকবে। তাই দুই দলের বোলারদেরই ভালো বোলিংয়ের চ্যালেঞ্জ রয়েছে।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, 'এখানে নতুন বলের চেয়ে পুরনো বলে চ্যালেঞ্জ বেশি হবে। কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন ফ্ল্যাড লাইটটা জ্বালিয়ে দেবে, এই সময় বলের মুভমেন্টটা একটু বেড়ে যাচ্ছে। আমরা অনুশীলনে যতটুকু বুঝলাম। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে, তবে আমার মনে হয় চ্যালেঞ্জটা মূলত বোলারদের। যে দলের বোলাররা ভালো বল করবে তারা এগিয়ে থাকবে।'

আল আমিন জানিয়েছেন, লাল বলের চেয়ে গোলাপি বলটি একটু শক্ত। গোলাপি বলটি সহজেই শাইন করা যায়। কন্ডিশন ভালো থাকলে তাই পেসারদের ওপর অনেক দায়িত্ব থাকবে ভালো বোলিং করার। অন্যথায় প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে না বলে মনে করেন তিনি।

আল আমিন বলেছেন, 'বল সবার জন্যই তৈরি। ভালো জায়গায় ফেলতে হবে। একটু পার্থক্য আছে। বলটা নরমালি লাল বলের থেকে একটু শক্ত। শাইন করা যায় সহজে। ভালো হবে মনে হয় সবকিছু মিলিয়ে। বলটা খুব ভালো। কন্ডিশন যদি ভালো থাকে, আমরা যারা পেস বোলার খেলবো তাদের কিন্তু দায়িত্ব অনেক। ভালো বল করতে হবে। অন্যথায় তাদের ট্রাবল দেয়া যাবে না।'