ভারত-বাংলাদেশ সিরিজ

গোলাপি বলে স্পিনারদেরও সুযোগ দেখছেন মিরাজ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 10:46 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শুক্রবার (২২ নভেম্বর) কলকাতায় প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গোলাপি বলে খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা মুখিয়ে আছেন। টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মনে করেন, পেসারদের সঙ্গে গোলাপি বলে সুবিধা পাবেন স্পিনাররাও।

এই বলে বাড়তি সুইং, আচমকা বাউন্স, বেশি গতির কারণে পেসাররা বেশি সুবিধা পাবেন বলে ধরে নেয়া হলেও মিরাজের বিশ্বাস স্পিনাররা বল স্কিড করতে পারবেন। সেই সঙ্গে টার্ন আর বাউন্স মিলিয়ে তাদেরও অবদান রাখার সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'আমার কাছে মনে হয়, গোলাপী বল স্কিড করতে পারে। একটু বাউন্স,একটু টার্নও থাকতে পারে। অনুশীলনে আমরা দেখেছি,স্পিনাররাও কিছুটা সাহায্য পাচ্ছে। বাড়তি বাউন্স থাকছে।'
 
গোলাপি বলে সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। মিরাজ জানিয়েছেন এই বলে সিমের পজিশন ঠিক রাখা যায় না। সিমের পজিশন ঠিক থাকলে বল বেশ ভালো কার্যকর হয়।
 
সিমের পজিশন নিয়ে মিরাজ বলেছেন, 'সিমের পজিশন ঠিক থাকলে বেশ ভালো কাজ করে। অনেক সময় সিমের পজিশন ঠিক রাখা যায় না। হয়তো মাঝে মধ্যে পেটেও পড়ে। স্পিনারদের জন্য ভয়টা এখানেই।'