ভারত-বাংলাদেশ সিরিজ

দেশের বাইরে রান আটকানোর লক্ষ্য মিরাজের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:49 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঘরে মাঠে স্পিন বোলিং বান্ধব উইকেটে বাংলাদেশের স্পিনারদের মূল দায়িত্ব থাকে প্রতিপক্ষের উইকেট তুলে নেয়া। দেশের বাইরে ব্যাপারটি পুরো ভিন্ন হয়ে যায়। দেশের বাইরে উইকেট নেয়ার চেয়ে রান আটকে রাখার বেশি দায়িত্ব থাকে স্পিনারদের কাঁধে।

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিও তাঁকে রান রেটের দিকে নজর দিতে বলেছেন। ইন্দোর টেস্টে রান আটকে রাখার লক্ষ্যে সফল হননি বাংলাদেশের স্পিনাররা। তাই কলকাতা টেস্টে এই দায়িত্ব ঠিক ভাবে পালন করতে চান মিরাজরা।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'আমার কোচের সাথে কথা হয়েছে। সবার সাথেও কথা হয়েছে। ঘরের বাইরে খেলতে গেলে আমাকে রান রেটে নজর দিতে বলা হয়েছে। যেটা নিয়ে আমি এখন কাজ করছি। শেষ ম্যাচ যদি দেখেন ওরা অনেক আগ্রাসী খেলেছে। অনেক ভালো লেন্থের বলও আগ্রাসী খেলেছে। যেটা আমি চেষ্টা করেছি বা কোচের সাথেও কথা হয়েছে, রান আটকে রাখার বিষয়ে।'

ইন্দোর টেস্টে বাংলাদেশের দুই স্পিনার মিরাজ এবং তাইজুল ইসলাম দুজনই হাত খুলে রান দিয়েছেন। এক ইনিংসে বল করে ২৭ ওভারে ১২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন মিরাজ। আর ২৮ ওভার বল করে ১২০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তাইজুল।

মিরাজ মনে করেন বিদেশের মাটিতে স্পিনাররা রান আটকে রাখলে উইকেট নেয়ার সুযোগ থাকে পেসারদের। বিদেশে প্রথম দুই দিন স্পিনাররা উইকেট থেকে খুব একটা সুবিধা পান না। তখন রান আটকে রাখাই প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় বলে মনে করেন এই অলরাউন্ডার।

মিরাজদের ভাষ্যমতে,  'ঘরের বাইরে স্পিনাররা যদি রান আটকে রাখার চেষ্টা করে তাহলে উইকেট নেয়ার একটা সুযোগ থাকে। ঘরের মাটিতে খেললে তো স্পিন উইকেটে খেলার সুযোগ থাকেই। বাইরে দেখা যা প্রথম দুই দিন তেমন স্পিন থাকে না, এরপর উইকেট থেকে অনেক সাহায্য পাওয়া যায়। তখন রান আটকে রাখা যায়।'