ভারত-বাংলাদেশ সিরিজ

এখন আর জুনিয়র নইঃ মিরাজ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:16 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তাঁরা না থাকায় দলের তরুণ ক্রিকেটারদের উপর বাড়তি দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব থেকেই মেহেদি হাসান মিরাজ মনে করেন তাদের আরও ভালো পারফর্ম করা উচিত।

এই স্পিন বোলিং অলরাউন্ডার নিজেকে এখন আর জুনিয়র ক্রিকেটার ভাবছেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৩ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। প্রতিদিনই নতুন সব অভিজ্ঞতার স্বাদ পাচ্ছে বলে জানিয়েছেন মিরাজ। তাঁরা পারফর্ম করলে দলের কম্বিনেশনও ভালো হয় বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'অনেক বছর ধরে খেলে ফেলেছি টেস্ট। প্রায় তিন বছর। এখন বলব না যে আমি জুনিয়র। যত খেলছি দিনের পর দিন অনেক অভিজ্ঞতা হচ্ছে। আমার মনে হয় আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত। সিনিয়রদের পারফরম্যান্সের জন্যই আমাদের পজিশন এখানে এসেছে। আমাদের পারফরম্যান্স ভালো হলে টিম কম্বিনেশন ভালো হয়।'

মিরাজ মনে করেন সিনিয়রদের সঙ্গে দলের জুনিয়র ক্রিকেটারদের কম্বিনেশনটা বেশ ভালো। জুনিয়দের মধ্যে যারা অনেকদিন ধরে খেলছেন দলে তাদের ভূমিকাটাও বেশ গুরুত্বপূর্ণ। তাই নিজেদের দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে চান তাঁরা।

মিরাজের ভাষ্যমতে, 'আমরা ঘরে বা বাইরে যেখানেই জিতেছি, খেয়াল করলে দেখবেন আমাদের সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের কম্বিনেশন বেশ ভালো ছিল। আমরা যারা জুনিয়র আছি, মানে অনেক দিন ধরে খেলছি, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি, লিটন, মুস্তাফিজ, সাদমান, মিঠুন ভাই- যারা আছি তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।'