আইপিএল ২০২০

আইপিএল নিলামে উন্মুক্ত একাধিক তারকা ক্রিকেটার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:52 শুক্রবার, 15 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স ড্রাফট। আসছে ১৯ ডিসেম্বর সিটি অব জয় কলকাতায় বসবে ২০২০ আসরের মেগা নিলাম। 

আসন্ন এই নিলামের জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে উন্মুক্ত করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারদের সকলকেই নিলামে তোলা হবে। এদের সকলকে আরও কম মূল্যে দলে ভেড়ানোরও সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা।

নিলামে উন্মুক্ত বড় তারকাদের মধ্যে আছেন কলকাতার ক্রিস লিস, কার্লোস ব্রাথওয়েট, রবিন উথাপ্পা, দিল্লী ক্যাপিটালসের কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, কলিন মুনরো, মুম্বাই ইন্ডিয়ান্সের অ্যাডাম মিলনে, যুবরাজ সিং, চেন্নাই সুপার কিংসের স্যাম বিলিংস, ডেভিড উইলিরা। 

সবচেয়ে বেশি মোট ১২ জন ক্রিকেটারকে নিলামের জন্য মুক্ত করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কলকাতা এবং রাজস্থান ছেড়েছে মোট ১১জন ক্রিকেটার। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়েছেন মোট ৯জন ক্রিকেটারকে। 

সবচেয়ে কম সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছে ৬জন ক্রিকেটারকে। যার মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় সাকিবকে ছেড়ে দেয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল আগেই।

নিলামে উন্মুক্ত ক্রিকেটারদের তালিকা নিন্মে দেয়া হলঃ

চেন্নাই সুপার কিংসঃ চৈতন্য বিশ্নই, ডেভিড উইলি, ধ্রুব শোরে, মহিত শর্মা, স্যাম বিলিংস এবং স্কট কুগেলেইন। 

দিল্লী ক্যাপিটালসঃ অঙ্কুশ বাইনস, বি আইয়াপ্পা, ক্রিস মরিস, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, হনুমা বিহারী, জালাজ সাক্সেনা, মনজোট কালরা এবং নাথু সিং।

কিংস ইলেভেন পাঞ্জাবঃ অগ্নিবেশ আয়াচি, অ্যান্ড্রু টাই, ডেভিড মিলার, মাইসেস হেনরিক্স, প্রভাসিমরন সিং, স্যাম কুরান এবং বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্সঃ অ্যানরিচ নরকিয়ে, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস লিন, জো ডেন্লি, কেসি কারিয়াপা, ম্যাট কেলি, নিখিল নায়েক, পীযূষ চাওলা, পৃথ্বী রাজ ইয়ারা, রবিন উথাপ্পা এবং শ্রীকান্ত মুন্দে।

মুম্বই ইন্ডিয়ান্সঃ অ্যাডাম মিলনে, আলজারি জোসেফ, বরেন্দ্র স্রান, বেন কাটিং, বেউরান হ্যান্ড্রিক্স, জেসন বেরেনডরফ, পঙ্কজ জাসওয়াল, রসিক দার এবং যুবরাজ সিং।

রাজস্থান রয়্যালসঃ আরিয়ামান বিড়লা, অ্যাশটন টার্নার, ইশ সোধি, জয়দেব উনাদকাত, লিয়াম লিভিংস্টোন, ওশানে টমাস, প্রশান্ত চোপড়া, রাহুল ত্রিপাঠি, শুভম রঞ্জনে, স্টুয়ার্ট বিনি এবং সুধেসন মিধুন।

সানরাইজার্স হায়দরাবাদঃ মার্টিন গাপটিল, ইউসুফ পাঠান এবং সাকিব আল হাসান ( বর্তমানে ক্রিকেট থেকে নিষিদ্ধ), রিকি বুই এবং দিপক হুডা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ অক্ষদীপ নাথ, কলিন ডি গ্র্যান্ডহোম, ডেল স্টেইন, হেনরিচ ক্ল্যাসেন, হিম্মত সিং, কুলওয়ান্ত খেজরোলিয়া, মার্কাস স্টোনিস, মিলিন্দ কুমার, নাথান কুল্টার-নীল, প্রায়াস রে বর্মণ, শিমরন হেটমায়ার এবং টিম সাউদি।