শ্রীলঙ্কা ক্রিকেট

প্রধান কোচের পদে মিকি আর্থারকে চাইছে শ্রীলঙ্কা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:14 শুক্রবার, 15 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে শ্রীলঙ্কা দলের সম্পর্কটা ভালো যাচ্ছে না অনেকদিন ধরেই। যদিও এখনো এই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়নি তাকে। তবে শোনা যাচ্ছে দ্রুতই বরখাস্ত হতে চলেছেন এই লঙ্কান।

তাঁর জায়গায় মিকি আর্থারকে দায়িত্ব তুলে দেয়ার কথা ভাবছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। জানা গিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে লঙ্কান ক্রিকেটের সঙ্গে যাত্রা শুরু হবে এই প্রোটিয়া কোচের।

যদিও এখন পর্যন্ত আর্থারের সঙ্গে আনুষ্ঠানিক কোন চুক্তি সই করেনি এসএলসি। চলতি মাসের শেষেই তাকে এই দায়িত্ব তুলে দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, `আমরা আর্থারের সঙ্গে বৈঠক করেছি। দ্রুতই সিদ্ধান্ত দেয়া হবে এই বিষয়ে। আমরা আশাবাদী দ্রুতই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে।` 

ইংল্যান্ড বিশ্বকাপে দলের বাজে পারফর্মেন্সের পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চিন্তা করছিল লঙ্কান বোর্ড। নতুন কোচের জন্য বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের সঙ্গেও কথা বলেছে দেশটির ক্রিকেট বোর্ড।

যার মধ্যে আর্থারের সঙ্গে নাম রয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক রামপ্রকাশেরও। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড চাইছে আর্থারকেই এই গুরু দায়িত্ত তুলে দেয়ার জন্য।

কোচ হিসেবে অভিজ্ঞ হওয়ায় আর্থারকে বেছে নিতে চাইছে শ্রীলঙ্কা। তাঁর অধিনে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ৩ বছর দেশটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রোটিয়া।

এছাড়া অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন আর্থার। ডি সিলভা আরও বলেন, `২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ের পেছনে বড় অবদান ছিল আর্থারের।` 

`এছাড়া পাকিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল হিসেবে গড়তে সাহায্য করেছে সে। সে দীর্ঘ সময় ধরে কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমরা তার কথা বেশি বিবেচনা করছি এই কারণে।` ডি সিলভা আরও যোগ করেন।