পাকিস্তান ক্রিকেট

প্রতারকদের ফের পাকিস্তান দলে চান না হাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:14 শুক্রবার, 15 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ক্রিকেটকে যারা কলঙ্কিত করেছে সেসব ক্রিকেটারদের আবারো দলে ফিরিয়ে আনার পক্ষে নন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে যারা জড়িত ছিল তাঁদেরকে দলের বাইরে রাখার আহ্বান করেছেন তিনি।

তাঁর বিশ্বাস, এই ক্রিকেটাররা কখনোই পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারে না। যে কারণে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের জাতীয় দলে না নেয়ার পরামর্শ দিয়েছেন হাফিজ।

অভিজ্ঞ এই অলরাউন্ডারের ভাষায়, 'এটা আমার নীতিগত সিদ্ধান্ত ছিল এবং এখনও একইরকম, যারা পাকিস্তানের হয়ে খেলেন এবং পাকিস্তানের সম্মান বজায় রাখতে অক্ষম হন তাদেরকে আবারও পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া উচিত নয়।'

'এই খেলোয়াড়রা আমার ভাইয়ের মতো এবং আমি তাদের জন্য প্রার্থনা করি। তবে তারা যা করেছে এবং পাকিস্তানকে কলঙ্কিত করেছে, আমি তাদের বিপক্ষে ছিলাম। এ জাতীয় কোনো খেলোয়াড়কে ফিরিয়ে আনা কখনোই পাকিস্তান ক্রিকেটের জন্য ফলপ্রসূ হবে না।' যোগ করেন তিনি।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। কিন্তু পরবর্তীতে তাঁরা আবারো পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

বাঁহাতি পেসার মোহাম্মদ আমির, সাবেক অধিনায়ক সালমান বাট, ডানহাতি পেসার মোহাম্মদ আসিফরা প্রতারণার জন্য নিষিদ্ধ হয়েও জাতীয় দলের হয়ে খেলেছেন। যার সম্পূর্ণ বিরোধিতা করছেন হাফিজ।