বাংলাদেশ-ভারত

আমি কৌশলে ভুল করেছিঃ মুমিনুল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:37 বৃহস্পতিবার, 14 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে ধরাশায়ী হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যদিও একটা সময় বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

দলীয় ৩১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত এই জুটি বেশিদূর এগোতে পারেনি মুমিনুলের কৌশলগত একটি ভুলের কারণে। ৯৯ রানের সময় ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের করা বল না বুঝে ছেড়ে দেন তিনি। 

মুমিনুল হয়তো ভেবেছিলেন বলটি পাশ কেটে বের হয়ে যাবে। কিন্তু হয়েছে উল্টোটা। বলটি বাংলাদেশ অধিনায়কের স্টাম্পে গিয়ে সরাসরি আঘাত করে। ফলে ৩৭ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আর মুমিনুল ফেরার পর ব্যাটিংয়ে আবারো ধ্বস নামে বাংলাদেশের। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৫০ রানে।

দিন শেষে নিজের এই ভুলের দায় স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'আমি কৌশলগত ছোট একটা ভুল করেছিলাম। এই কারণে আমি আউট হয়ে গেছি। আমি কৌশলগতভাবে এক জায়গায় একটু ভুল করেছি, যার কারণে একটু দেরি হয়ে গেছে বলে আমার মনে হয়।'   

ভারতের বিশ্বমানের বোলারদের বিপক্ষে ভালো করতে হলে যে মানসিকভাবে শক্ত হতে হবে ব্যাটসম্যানদের সেটিও মানছেন মুমিনুল। তাঁর ভাষ্যমতে, 'এই ধরনের বোলারদের বিপক্ষে খেলতে হলে আপনাকে মানসিকভাবেও তৈরি হতে হবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটটা সবসময় কৌশল দিয়ে হয় না। যারা এখানে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে পারবে তারা ভালো করবে।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে এরই মধ্যে বড় সংগ্রহের আভাস দিয়েছে ভারত। মাত্র একটি উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। ৬৪ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে বিরাট কোহলির দল।