এনসিএল

রাজ্জাকের ধারেকাছেও কেউ নেই

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:52 বুধবার, 13 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগে বল হাতে দাপট দেখিয়েই চলেছেন খুলনা বিভাগের অধিনায়ক আব্দুর রাজ্জাক। জাতীয় লিগের পঞ্চম রাউন্ড শেষে অভিজ্ঞ এই স্পিনারের মোট উইকেট সংখ্যা ৩১। এর কাছাকাছিও কেউ নেই।

১৯.৬৭ গড়ে মোট নয় ইনিংসে হাত ঘুরিয়ে এতোগুলো উইকেট নিয়েছেন রাজ্জাক। তাঁর ম্যাচ সেরা বোলিং ১৪০ রান খরচায় ১২ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন দুবার, দশ উইকেট নিয়েছেন একবার।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ঢাকা বিভাগের পেসার সালাউদ্দিন শাকিল। নয় ইনিংসে ২৪.৮২ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ সেরা বোলিং ১২৪ রান খরচায় পাঁচ উইকেট।

তালিকার তৃতীয় স্থানে আছেন রংপুর বিভাগের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। আট ইনিংসে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ২৪.৩৭ গড়ে ১৬ উইকেট। ম্যাচ সেরা বোলিং ৬৪ রান খরচায় ছয় উইকেট।

এরপর আছেন ঢাকা বিভাগের আরেক পেসার সুমন খান। চার ম্যাচে সাত ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ১৫টি। ম্যাচ সেরা বোলিং ৭১ রান খরচায় সাত উইকেট।

তালিকার পঞ্চম স্থানে আছেন রাজশাহী বিভাগের স্পিনার সানজামুল ইসলাম। চার ম্যাচে ছয় ইনিংস বোলিং করে তাঁর উইকেট সংখ্যাও ১৫টি। ম্যাচ সেরা বোলিং ১৩৪ রান খরচায় আট উইকেট।