ইমার্জিং কাপ

ইমার্জিং কাপ নিয়ে আগেই বড় চিন্তা করছেন না বাংলাদেশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:25 মঙ্গলবার, 12 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইমার্জিং এশিয়া কাপ নিয়ে আগেই বড় চিন্তা করছেন না নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভালো খেলে এরপর বাকিটা নিয়ে ভাবতে চান এই অধিনায়ক। 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। এর আগে টানা দুইবার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাড়ি ফিরেছে টাইগাররা।

২০১৭ সালে স্বাগতিক দল হয়ে মমিনুল হকের নেতৃত্বে শিরোপা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। ২ বছর পর এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ রয়েছে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের।

মঙ্গলবার ট্রফি উন্মোচন শেষে সাংবাদিকদের শান্ত বলেন, 'অবশ্যই উত্তেজনাতো আছেই কারণ দল বিবেচনায় সেরা একটা সাইড আমাদের। আগেই এত বড় চিন্তা করছিনা, ভালো খেলে প্রথম রাউন্ডটা পার করার চেষ্টা থাকবে অবশ্য বড় চিন্তা আছে। 

'যেহেতু কিন্ডশন জানা, কন্ডিশন চিনি। অনেক বেশি আইডিয়া আছে, শুধু আমার না পুরো দলেরই ভালো ধারণা আছে। সো অবশ্যই এডভান্টেজ আছে তারপরও আমি মনে করি আমাদের যে প্রসেস সে অনুযায়ী ক্রিকেট খেলতে হবে।' শান্ত আরও যোগ করেন।

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসিসি ইমার্জিং এশিয়া কাপ। ইতোমধ্যে এসে পৌঁছেছে অংশ নিতে যাওয়া দলগুলো। আয়োজক বাংলাদেশসহ অংশ নিচ্ছে মোট ৮ টি দল। আজ (১২ নভেম্বর) রাজধানীর অভিজাত একটি হোটেলে রাত ৯ টা নাগাদ হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান।