এনসিএল

হঠাৎ করে দলের বাইরে, খারাপ লাগছেঃ রুবেল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:47 মঙ্গলবার, 12 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারত সফরে বাংলাদেশ দলে জায়গা হয়নি রুবেল হোসেনের। জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি এই পেসার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন খুলনা বিভাগের এই পেসার। 

প্রথম চার রাউন্ডে মাত্র ৬ উইকেট নিলেও পঞ্চম রাউন্ডে স্বরূপে ফিরেছেন রুবেল। রাজশাহী-খুলনার ড্র হওয়া ম্যাচটিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। 

ম্যাচের পর রুবেল জানিয়েছেন, ভারতের বিপক্ষে দলে না থাকায় হতাশ তিনি। তবে রুবেলের বিশ্বাস, তাঁর জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা। পারফর্ম করেই দলে ফিরবেন বলে আশাবাদী তিনি।  

রুবেল বলেন, ‘অবশ্যই জাতীয় দলের বাইরে থাকা সবসময়ই খারাপ লাগে। অনেকদিন ধরে খেলছি, হঠাৎ করে দলের বাইরে খারাপ তো লাগছেই। অবশ্য জাতীয় দলের দরজা তো সব সময়ই খোলা আছে। পারফর্ম করতে পারলে দলে ঢুকতে পারব। আমি চেষ্টা করব পরের ম্যাচ আরও ভালো খেলার। আমি সব সময় চেষ্টা করি।’

‘সামনে আরেকটা ম্যাচ আছে। এরপর বিপিএল আছে, ওখানেও ভালো করলে অবশ্যই জাতীয় দলে ফেরার সুযোগ থাকছে। আমার লক্ষ্য পরের ম্যাচগুলো যেখানেই খেলি যেন ভালো খেলতে পারি।’ যোগ করেন রুবেল।

সর্বশেষ ২০১৮ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। এরপর ঘরের মাঠে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেলেও তাঁকে বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চে।

সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে সাদা পোশাকে বালাদেশের হয়ে মাঠে নেমেছিলেন ডানহাতি এই পেসার। দেশের জার্সিতে ২৬ টেস্ট খেলে রুবেলের শিকার ৩৩ উইকেট।

রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া প্রসঙ্গে রুবেল বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। আমি লাস্ট চারটা ম্যাচ খেলেছি, বোলিং ভালো হচ্ছিল কিন্তু উইকেট সেভাবে পাচ্ছিলাম না। এ ম্যাচটায় উইকেট আমার পক্ষে ছিল, উইকেট নরম ছিল সাথে আমি চেষ্টা করছি যেন জায়গায় বল করতে পারি। আর সে জায়গায় সফল হয়েছি।’