এনসিএল

রংপুরকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন সেঞ্চুরিয়ান নাসির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:15 সোমবার, 11 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ২১২ রানের লিড পেয়েছে রংপুর বিভাগ। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ২০০ রান করেছে রংপুর। নাসির হোসেন হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরি।

এর আগে দিনের শুরুতে ২২২ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। আগের দিন পাঁচ উইকেটে ১৯৫ রান করা ঢাকাকে সুবিধা করতে দেয়নি রংপুরের বোলাররা।

শেষদিন সানির ব্যাটে এসেছে ১৯ রান। রংপুরের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম একাই পাঁচটি উইকেট নিয়েছেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা রংপুর দলীয় ৪২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে। এরপর ৫৯ রানের জুটি গড়েন নাসির হোসেন ও আরিফুল হক।

আরিফুল ৩০ রানে ফিরে যাওয়ার পর সুবিধা করতে পারেননি তানবির হায়দারও (৯)। এরপর নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি করেন নাসির। এগারোটি চারে ১০৪ রান করে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গে শেষদিন শুরু করবেন নাঈম (২৬*)।

ঢাকা বিভাগের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইবুর রহমান। প্রথম ইনিংসে রংপুর করে ২৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ 

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৩৪/১০ (৮১.৩ ওভার) (নাসির হোসেন ৭০; নাজমুল ইসলাম অপু ৫/৬৫)

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২২২/১০ (৬৪.১ ওভার) (রকিবুল হাসান ৬৭, আব্দুল মজিদ ৫২; মুকিদুল ইসলাম ৫/৩৭)

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ২০০/৫ (৮১ ওভার) (নাসির হোসেন ১০৪*, আরিফুল হক ৩০; তাইবুর রহমান ২/২৭)