জাতীয় ক্রিকেট লিগ

বৃষ্টিতে পণ্ড চট্টগ্রাম-বরিশালের ম্যাচের দ্বিতীয় দিনও

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:19 রবিবার, 10 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় দিনেও মাঠে গড়াতে পারেনি ম্যাচটি।

টানা বৃষ্টির কারণে ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি আজ (১০ নভেম্বর)। দ্বিতীয় স্তরে খেলা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এই ম্যাচটির ভেন্যু ছিলো বরিশাল স্টেডিয়াম। খেলা না হওয়ায় সেখানে বসে থেকেই সময় কাটাতে হয়েছে ক্রিকেটারদের।

জাতীয় লিগের চার রাউন্ড শেষে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ১টি করে জয়-হার ও ২টি ড্রতে চট্টগ্রাম বিভাগের সংগ্রহ ১৭.৪২ পয়েন্ট।

পঞ্চম রাউন্ডে ভালো করে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসার সুযোগ ছিল দলটির। তবে বৃষ্টির কারণে ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। ১৫.৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল বিভাগ। তাদেরও ১টি করে জয়-হার ও ২টি ড্র রয়েছে। 

এই ম্যাচ ড্র হলে ৪ রাউন্ডে ২ জয় আর সমান সংখ্যক হারে ২২.৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিলেট বিভাগ এবং ১ জয়, ১ হার এবং ২ ড্রতে ১৭.৮ পয়েন্ট পাওয়া ঢাকা মেট্রোর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়বে চট্টগ্রাম এবং বরিশাল।