টেস্ট স্ট্যাটাস

বাংলাদেশের টেস্ট জয়ের নায়করা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:56 রবিবার, 10 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

২০০০ সালে আজকের এই দিনে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে পা রাখে বাংলাদেশ। এরপর কেটে গেছে ১৯টি বছর। এই সময়ের মধ্যে ১১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে তাদের জয়ের সংখ্যা ১৩টি। আর ড্র হয়েছে ১৬টিতে। 

এক নজরে দেখে নিন বাংলাদেশের টেস্ট জয়ের নায়কদেরঃ 

১।  এনামুল হক জুনিয়র (৬/১/২০০৫, প্রতিপক্ষঃ জিম্বাবুয়ে)-  ২০০৫ সালের ৬ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন স্পিনার এনামুল হক জুনিয়র। দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুড়িয়ে দেন তিনি।

২। তামিম ইকবাল (৯/৭/২০০৯, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)- বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়টি আসে ২০০৯ সালের ৯ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হন ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে তামিমের ১২৮ রানে ক্যারিবিয়ানদের সামনে ২৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ। আর এই লক্ষ্য খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় তারা। 

৩। সাকিব আল হাসান  (১৭/৭/২০০৯, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)- বাংলাদেশের তৃতীয় টেস্ট জয়টিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালে একই সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে জয়ে নায়ক ছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করা সাকিব দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন সেবার।   

৪। মুশফিকুর রহিম (২৫/৪/২০১৩, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)- জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের ২৫ এপ্রিল টেস্টের চার নম্বর জয়ের দেখা পায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের ১৪৩ রানে হারায় তারা। ম্যাচটির প্রথম ইনিংসে ৬০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফলে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।

৫। তাইজুল ইসলাম (২৫/১০/২০১৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)- ২০১৪ সালের ২৫ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয়ের নায়ক ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান তিনি। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১৪ রানে অলআউট করেন। 

৬। সাকিব আল হাসান (৩/১১/২০১৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)- প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ছয় নম্বর টেস্ট জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০১৪ সালের ৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারীদের ১৬২ রানে হারায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ম্যাচের প্রথম ইনিংসে ১৩৭ রান করা সাকিব বল হাতে দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সে সুবাদে ম্যাচ সেরার পুরষ্কারও ওঠে তাঁর হাতে। 

৭। মুমিনুল হক (১২/১১/২০১৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)- ২০১৪ সালের ১২ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সপ্তম জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক।

দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ১৩১ রানের ইনিংসে জিম্বাবুয়ের সামনে ৪৪৯ রানের বিশাল লক্ষ্য দিতে সক্ষম হয় বাংলাদেশ। আর এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় সফরকারীরা। 

৮। মেহেদি হাসান মিরাজ (২৮/১০/২০১৬, প্রতিপক্ষ ইংল্যান্ড)- ২০১৬ সালের ২৮ অক্টোবর ইংল্যান্ডকে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ১০৮ রানে হারায় মুশফিকুর রহিমের দল। ইংল্যান্ডের বিপক্ষে সেটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই জয়ের মূল নায়ক ছিলেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেট নেয়া মিরাজ দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন।

৯। তামিম ইকবাল (১৪/৩/২০১৭, প্রতিপক্ষ শ্রীলঙ্কা)- কলম্বোর পি সারা ওভালে ২০১৭ সালের ১৪ মার্চ শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টেস্টে হারায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটের সেই জয়ে মূল ভূমিকা রাখেন ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৪৯ রান করা তামিম দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে দলের জয় নিশ্চিত করেন।  

১০। সাকিব আল হাসান  (২৭/৮/২০১৭, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)- অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় অর্জন। ২০১৭ সালের ২৭ আগস্ট স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস রচনা করে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান করা সাকিব বল হাতে শিকার করেন ৬৮ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসেও ৮৫ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেন। বাংলাদেশের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। 

১১। মুশফিকুর রহিম (১১/১১/২০১৮, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)- ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে আবারো টেস্টে জয় পায় বাংলাদেশ। শের-ই বাংলা স্টেডিয়ামে সফরকারীদের ২১৮ রানে হারায় মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

সেই ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি পান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তাঁর ২১৯ রানের সুবাদে ৫২২ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরষ্কারও ওঠে মুশফিকের হাতে। 

১২। মুমিনুল হক (২২/১১/২০১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)- ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২তম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের ৬৪ রানে হারানোর সেই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুমিনুল হক। কারণ প্রথম ইনিংসে তাঁর ১২০ রানের সুবাদে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৩। মেহেদি হাসান মিরাজ (৩০/১১/২০১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)- বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়টিও এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সিরিজে। 

গত বছরের ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস এবং ১৮৪ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।