ভারত সফর

বাংলাদেশ যাবে, আশাবাদী গাঙ্গুলি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 22:44 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে তারা অংশ নেবেন না বলে জানিয়েছেন। এর ফলে হুমকির মুখে পড়ে গেছে বাংলাদেশের আসন্ন ভারত সফর। 

ভারতের সাবেক অধিনায়ক ও দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নিতে যাওয়া সৌরভ গাঙ্গুলি অবশ্য নির্দিষ্ট সময়ে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী। গাঙ্গুলির বিশ্বাস দ্রুতই সমস্যা নিরসনে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যথাসময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ।  

বিসিবির সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে কিনা এমন প্রশ্নর জবাবে গাঙ্গুলি বলেছেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তবে তারা এটি দ্রুতই সমাধান করবে এবং ভারতে খেলতে আসবে। আমি বিসিবির সঙ্গে এটা নিয়ে কথা বলেছি, তবে এটি আমার ব্যাপার নয়।’ 

সোমবার (২১ অক্টোবর) ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের দূরে রাখবেন তাঁরা। এমনকি জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিচ্ছেন না ক্রিকেটাররা। এই আন্দোলনে অবশ্য বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করা হচ্ছে না।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যেহেতু অনূর্ধ্ব-১৯ দল আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, তাদের আমরা এখানে অন্তর্ভুক্ত করছি না। বাকি সবাইকে নিয়েই করছি। আমরা জানি সবাই আমাদের সাথে আছে। যতদিন আমাদের দাবিগুলো পূরণ না হচ্ছে ততদিন আমরা ক্রিকেটের সাথে জড়িত থাকছি না।’

আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ক্রিকেটারদের আকস্মিক ধর্মঘটের কারণে হুমকির মুখে পড়ে গেছে সফরটির ভাগ্য।