অনূর্ধ্ব ১৭

আত্মবিশ্বাসী হয়েই পাকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:05 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। যাওয়ার দিন মিরপুরের অ্যাকাডেমি মাঠে গ্রুপ ছবি তুলতে হাজির হয়েছিলেন যুব দলের ক্রিকেটাররা। যদিও পাকিস্তানে ঘুরে আসা নিরাপত্তা পর্যবেক্ষক দল এখনও এই সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি।

সবুজ সংকেত না দিলেও যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। দুপুর সাড়ে তিনটার দিকে মিরপুর ছাড়ে দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী বেলা দেড়টায় জানান, পর্যবেক্ষক দলের রিপোর্টের অপেক্ষায় আছেন তাঁরা। কিছুক্ষণের মধ্যে পেয়ে তারা রিপোর্ট পেয়ে যাবেন।

এমন অনিশ্চয়তার মাঝে থাকলেও দলের অধিনায়ক নাঈম আহমেদের কণ্ঠে আত্মবিশ্বাসের কথা। ক্রিকফ্রেঞ্জিকে জানালেন, সেখান থেকে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে চায় তার দল। যাওয়ার আগে যে ক্যাম্পগুলো করেছেন, সেটার অভিজ্ঞতা সফলতা নিয়ে আসবে বলে আশাবাদী এই তরুণ। সেই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। 

কোচরা তাদের এসব ভাবনা থেকে দূরে থাকতে সাহায্য করছেন। এমনকি মানসিকভাবে অনেক সাহায্যও করছেন বলে জানিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিলেন তারা।

ওই সিরিজ থেকে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন নাঈম। তিনি বলেন, ‘আমরা ৩/৪টা ক্যাম্প একসঙ্গে করেছি, প্রস্তুতিটাও অনেক ভালো। দলের সবাই একসঙ্গে অনেকদিন ধরে আছি। কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই অনেক সাহায্য করেছে এতোদিন। আমরা এখন পর্যন্ত মোট ৪টি ক্যাম্প করেছি। আশা করছি ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারব।’ 

‘কিছুদিন আগে পাকিস্তান দল আমাদের এখানে এসেছিল, তাদের হারিয়েছিলাম। এবারও সেই ধারবাহিকতা ধরে রাখতে চাই। দেশকে ভালো কিছু দেয়ার ইচ্ছা নিয়েই সেখানে যাচ্ছি মূলত। কোচরাও মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে, পাকিস্তানের বিষয়ে আমাদেরকে বাড়তি ভাবনা থেকে তাঁরা দূরে রাখার চেষ্টা করছেন।’

অনূর্ধ্ব-১৭ দলের কোচ মিজানুর রহমান বাবুলও সফরটির ব্যাপারে রবিবার পর্যন্ত সেভাবে কিছু জানতে পারেননি। যদিও অনুষ্ঠানিক কোনো বার্তা না পেলেও তিনি শুনেছিলেন, পাকিস্তান সফর হচ্ছে। 

মিজানুর রহমান বলছিলেন, ‘আমি যতদূর শুনেছি এই ট্যুর কনফার্ম। আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা আসেনি। আর যাওয়া হোক বা না হোক আমাদের মাথার মধ্যে আছে যে আমরা যাচ্ছি।’

‘পার্টিসিপেট করবো। সেখানে আমাদের অবশ্যই লক্ষ্য আছে যে, আমরা ভাল কিছু করব। কীভাবে জিততে হয়, কিভাবে প্ল্যান এক্সিকিউট করতে হয় এসব ব্যাপারে বাচ্চাদের সাথে কাজ করছি,’ যোগ করেন তিনি।

আগামী ২৫ অক্টোবর সিরিজটি মাঠে গড়ানোর কথা। তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ অক্টোবর দ্বিতীয় তিনদিনের ম্যাচ শুরু হবে। ৪, ৬ এবং ৮ নভেম্বর তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দল।