বঙ্গবন্ধু বিপিএল

বিপিএলে উৎসাহ হারাবে বিদেশি খেলোয়াড়রাঃ সাকিব

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:36 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের ছয়টি আসর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এবারের আসরটি নিজস্ব তত্ত্বাবধানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে বিদেশি খেলোয়াড়রা বিপিএলের প্রতি আগ্রহ হারাবেন বলে মনে করেন সাকিব আল হাসান।

সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, অনেক বিদেশি খেলোয়াড়ই বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি না থাকায় তারা উৎসাহ হারাবেন বলে মনে করেন সাকিব।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, ‘অনেক বিদেশি খেলোয়াড় বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএলের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। ওই একই সময়ে (ডিসেম্বর-জানুয়ারি) বিগ ব্যাশ ও বিপিএল দুটোই হয়। অনেক বিদেশি খেলোয়াড়, আগে যেভাবে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চুক্তিবদ্ধ হওয়া যেত, সেভাবে চুক্তিবদ্ধ হয়েছিল। সেসব খেলোয়াড় তো স্বাভাবিকভাবেই হতাশ হবে। তারা এখন আর অন্য খেলোয়াড়দের এখানে এসে খেলতে বলবে না, খেলতে উৎসাহ দেবে না।’

বিপিএলের এবারের প্রক্রিয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আগের আসরে বিদেশি খেলোয়াড়রা বিভিন্ন সুবিধা পেয়ে বিপিএলে খেলার প্রতি আগ্রহী হয়েছিলেন। তাদের দেখে অন্য ক্রিকেটাররাও বিপিএলে খেলতে উদ্বুদ্ধ হয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি না থাকায় এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন সাকিব।

তিনি যোগ করেছেন, ‘গতবার যারা খেলে গেছে, তারা এখানে ভালো রীতি-নীতি দেখে গেছে, পারিশ্রমিক প্রদানের ভালো পদ্ধতি দেখে গেছে। তারা ভালো ক্রিকেট, ভালো সুবিধা, ভালো হোটেল পেয়েছে। তাই তারা যখন ভালো ভালো কথা বলেছে, তখন অন্যান্য খেলোয়াড়রা আসার জন্য উদ্বুদ্ধ হয়েছে। জানি না, এবার তাদের প্রতিক্রিয়া কেমন হবে। তবে আমার মনে হয়, যেভাবে বিপিএল চলছিল, সেই পদ্ধতি-কাঠামোকে যদি আরও ভালো করা যেত, তাহলে ভালো হতো।’

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মূলত তখন থেকেই বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিপিএলের বিশেষ এই আসরের পর্দা ওঠার কথা রয়েছে আগামী ৬ ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।