টি-টেন লিগ

চেন্নাইয়ের দর্শন দিল্লীতে আনছেন ফ্লেমিং?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:08 রবিবার, 20 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে দিল্লী বুলসের প্রধান কোচ হিসেবে থাকছেন স্টিফেন ফ্লেমিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের এই কোচের দর্শনতত্ত্বে সম্পূর্ণ আস্থা রাখছে দিল্লী বুলস ফ্র্যাঞ্চাইজি।

দিল্লী বুলসের মেন্টর আনিস সজন মিডিয়াকে বলেন, 'ফ্লেমিংয়ের দর্শনের ওপর আমাদের পরিপূর্ণ আস্থা আছে। আমাদের দলে প্রতি আসরেই ভালো ক্রিকেটার ভেড়ানোর চেষ্টা করি।'

চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রশংসনীয় জুটি গড়েছেন ফ্লেমিং। সাবেক এই কিউই অধিনায়ক দিল্লীতে অধিনায়ক হিসেবে পাচ্ছেন এবারের বিশ্বকাপজয়ী ইয়ন মরগানকে।

নিজের দর্শন সম্পর্কে ফ্লেমিং বলেন, 'আমাদের দর্শনের প্রথম ভাগে থাকছে একটি শক্ত দল তৈরি করা। শোয়েব মালিক, সোহেল তানভির ও আদিল রশিদের মতো 'এ' ক্যাটাগরির কিছু ক্রিকেটার আমরা কিনেছি।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার জহির খান, মোহাম্মদ নবি এবং কুশল পেরেরার মতো কয়েকজন ক্রিকেটারকে আমরা দলে রেখে দিয়েছি। আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী, এদের সঙ্গে ইয়ন মরগান বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন।'

আগামী ১৫ নভেম্বর আরব আমিরাতের আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগ। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।