পাকিস্তান ক্রিকেট

দুর্দিনে মিয়াদাদকে পাশে পাচ্ছেন সরফরাজ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:53 রবিবার, 20 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সরফরাজ আহমেদ পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব হারানোয় হতাশ দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ।

সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, ব্যাট হাতে বাজে সময় গেলেও অধিনায়ক হিসেবে দুর্দান্ত সরফরাজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অস্ট্রেলিয়া সফরে তাঁকে অধিনায়ক রাখলে ভালো ফলাফল আসতে পারতো বলে মনে করেন ৬২ বছর বয়সী এই সাবেক অধিনায়ক।

সম্প্রতি বলেছেন, 'অস্ট্রেলিয়াতেও অধিনায়ক থাকতে পারত সরফরাজ। তার ডেপুটি হিসেবে বাবর আজমকে রাখা যেত।'

এক্ষেত্রে মিয়াদাদের উদাহরণ হিসেবে আসেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক ব্রেয়ারলি। ১৯৭৭ সালে অধিনায়কত্ব পাওয়া ব্রেয়ারলির টেস্ট গড় ছিল ২২.৮৮। তবুও অধিনায়ক হিসেবে ভালো করায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সুনজরে ছিলেন ব্রেয়ারলি।

মিয়াদাদ আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে ব্রেয়ারলির পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু সে অধিনায়ক হিসেবে দুর্দান্ত থাকায় খেলে গিয়েছে। প্রথম স্লিপ পজিশনে সে ভালো ফিল্ডিং করতো। 

ব্যাটসম্যান হিসেবে সরফরাজের পারফরম্যান্স ভালো না হলেও উইকেটরক্ষক হিসেবে সে দারুণ। বোর্ডের উচিত ছিল তাকে আরও সময় দেয়া।'