অনূর্ধ্ব-১৭

পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:41 রবিবার, 20 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২১ অক্টোবর পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাকিস্তানের বিমান ধরতে হবে যুবাদের। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান সফরটি হচ্ছে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি নিয়ে নিশ্চিত করে বলতে পারছে না। কারণ কয়েকদিন আগে পাকিস্তানে যাওয়া নিরাপত্তা পর্যবেক্ষক দল তাদের সবুজ সংকেত দেয়নি এখনও। যদিও রবিবারের (২০ অক্টোবর) মধ্যে বিসিবির কাছে রিপোর্ট জমা দেয়ার কথা রয়েছে তাদের। 

অনূর্ধ্ব-১৭ দলের কোচ মিনাজুর রহমান বাবুলও তাই সফরটির ব্যাপারে সেভাবে কিছু জানেন না। যদিও তিনি শুনেছেন, পাকিস্তান সফর হচ্ছে। অবশ্য অনুষ্ঠানিক কোনো বার্তা পাননি তারা। 

পাকিস্তান সফর করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে অনূর্ধ্ব-১৭ দল। কোচ মিজানুর রহমান বলছেন, ‘আমি যতদূর শুনেছি এই ট্যুর কনফার্ম। আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা আসেনি। আর যাওয়া হোক বা না হোক আমাদের মাথার মধ্যে আছে যে আমরা যাচ্ছি।’

‘পার্টিসিপেট করবো। সেখানে আমাদের অবশ্যই লক্ষ্য আছে যে, আমরা ভাল কিছু করব। কীভাবে জিততে হয়, কিভাবে প্ল্যান এক্সিকিউট করতে হয় এসব ব্যাপারে বাচ্চাদের সাথে কাজ করছি।’

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার এরআগে বলেছিলেন, ‘সোমবার রাতে বাংলাদেশের পাকিস্তান ফ্লাইট। তবে আমরা নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। আমাদের সবই প্রস্তুত। ওখান থেকে (নিরাপত্তা পর্যবেক্ষক দল) হ্যাঁ বললে যাব। না হলে যাওয়া হবে না।’ 

আগামী ২৫ অক্টোবর সিরিজটি মাঠে গড়ানোর কথা। তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ অক্টোবর দ্বিতীয় তিনদিনের ম্যাচ শুরু হবে। ৪, ৬ এবং ৮ নভেম্বর তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দল।